Advertisement
Advertisement

দার্জিলিংয়ে ফের চলবে রোপওয়ে?

১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে হাই কোর্টে৷ এরপর সেই রিপোর্ট খতিয়ে দেখবেন পরিবহণ দফতরের প্রধান সচিব৷ তারপর তা জমা দিতে হবে হাই কোর্টে৷

BESU to decide about ropeway in Darjeeling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2016 9:34 am
  • Updated:June 23, 2016 9:34 am  

স্টাফ রিপোর্টার: দার্জিলিংয়ে রোপওয়ে পর্যটন ফের চালু করা যায় কি না, তা খতিয়ে দেখতে বেসুকে দায়িত্ব দিল কলকাতা হাই কোর্ট৷ ২০১৩-এর ১৯ অক্টোবর রোপওয়েতে যাওয়ার সময় দুর্ঘটনায় চারজন পর্যটক মারা যান৷ আহত হন কমপক্ষে ১১ জন পর্যটক৷ এরপর দীর্ঘ আট বছরের বেশি সময় বন্ধ থাকে দার্জিলিঙের এই ঐতিহ্য৷ ২০১২ সালে ফের চালু হয় দার্জিলিং-রঙ্গিত রোপওয়ে সার্ভিস৷ কনভেয়ার রোপওয়ে সার্ভিসেস লিমিটেড নামক একটি কোম্পানির সঙ্গে ওয়েস্টবেঙ্গল ফরেস্ট ডেভলপমেণ্ট কর্পোরেশন যৌথ উদ্যোগে রোপওয়ে পরিষেবা চালু করে৷

কিন্তু ২০১৫ সালে যান্ত্রিক ত্রুটির কারণে ফের রোপওয়ে সার্ভিস বন্ধ করে দেয় রাজ্য সরকার৷ এরপর রোপওয়ে সার্ভিস পুনরায় চালু করতে কলকাতা হাই কোর্টে মামলা করে কনভেয়ার রোপওয়ে সার্ভিসেস লিমিটেড৷ সেই মামলায় বেসুর বিশেষজ্ঞদের রোপওয়ে সংক্রান্ত গোটা ব্যবস্থাটি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত৷ ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে হাই কোর্টে৷ এরপর সেই রিপোর্ট খতিয়ে দেখবেন পরিবহণ দফতরের প্রধান সচিব৷ তারপর তা জমা দিতে হবে হাই কোর্টে৷ মামলার পরবর্তী শুনানি ৭ জুলাই৷

Advertisement

১৯৬৮ সালে দর্জিলিংয়ে প্রথম চালু হয় রোপওয়ে সার্ভিস৷ বন দফতর প্রথম চালু করে এই ব্যবস্থা৷ সেসময় মাত্র একটি চেয়ার কার যাতায়াত করত গোটা দিন৷ এরপর ১৬টি চেয়ার কার দিয়ে উন্নীত করা হয় রোপওয়ে পরিষেবা৷ সেসময় রোপওয়ের যাত্রাপথ ছিল মাত্র ৮ কিলোমিটার৷ নর্থপয়েন্ট ও সিংলাবাজার এলাকায় চলত রোপওয়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement