Advertisement
Advertisement
পেনশন

অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য সুখবর, পেনশন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি রাজ্যের

কবে থেকে মিলবে বর্ধিত পেনশন?

Bengal's government increase pension for Ex school teacher
Published by: Sayani Sen
  • Posted:February 23, 2020 8:39 am
  • Updated:February 23, 2020 8:39 am

দীপঙ্কর মণ্ডল: ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্যের স্কুল শিক্ষকদের বেতন ইতিমধ্যে বেড়েছে। বাকি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা। গত ১৪ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত পেনশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার তা ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

আগেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্ধিত পেনশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে এবার রাজ্যের প্রাথমিক, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য সংশোধিত পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুলশিক্ষা দপ্তর।

Advertisement

[আরও পড়ুন: তন্ত্রসাধনার জন্য গৃহকর্তাকে খুনের চেষ্টা! স্ত্রী-মেয়ের হাত থেকে পালিয়ে বাঁচলেন বৃদ্ধ]

লক্ষাধিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অপেক্ষায় ছিলেন। স্বাভাবিকভাবেই নয়া বিজ্ঞপ্তির পর তাঁরা স্বস্তিতে। দু’টি ভাগে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। প্রথমটি যাঁরা ২০১৬ সালের আগে অবসর নিয়েছেন তাঁদের জন্য। দ্বিতীয়টি ২০১৬ সালের ১ জানুয়ারির পর অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য। প্রথম ভাগে প্রায় ৩০ ও পরের ধাপে প্রায় ২৫ শতাংশ পেনশন বাড়ছে। প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা জানুয়ারি মাসের পেনশনের সঙ্গেই বর্ধিত বেতন হারে পেলেও অবসরপ্রাপ্ত শিক্ষকরা তা পাননি। পেনশনভোগী শিক্ষক-শিক্ষিকাদের দাবি, ফেব্রুয়ারি মাসের পেনশনের সঙ্গেই বর্ধিত টাকা দেওয়া হোক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement