Advertisement
Advertisement

Breaking News

সৌদিতে দুর্ঘটনায় বাঙালি যুবকের মৃত্যু, শোকের ছায়া গোপালনগরে

মৃতদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মৃতের বাবা।

Bengali youth dies in Saudi Arab
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 2, 2018 2:35 pm
  • Updated:December 2, 2018 2:35 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সৌদি আরবে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পথ দুর্ঘটনায় মারা গেলেন বাঙালি যুবক। মৃতের স্ত্রী আবার অন্তঃস্বত্বা। ঘটনায় শোকের ছায়া উত্তর ২৪ পরগনার গোপালনগরে।

[পরকীয়ায় ইতি টানায় ধারালো অস্ত্রের কোপ গৃহবধূকে, পলাতক অভিযুক্ত প্রেমিক]

Advertisement

মৃত যুবকের নাম শাহজাহান মণ্ডল। বাড়ি, গোপালনগরের চামটা গ্রামে। এলাকায় শান্ত স্বভাবের ভাল ছেলে হিসেবেই পরিচিত ছিলেন শাহজাহান। পরিবারের লোকেরা জানিয়েছেন, গোপালনগরে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন তিনি। প্রথমে কাজের সন্ধানে মালয়েশিয়ায় যান, তারপর সৌদি আরব। এগারো বছর ধরে সৌদি আরবেই ইলেকট্রিশিয়ানের কাজ করছিলেন শাহজাহান। দুই-আড়াই বছর অন্তর যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যেত, তখন গোপালনগরের বাড়িতে আসতেন তিনি। মাস কয়েক আগে শেষবার বাড়িতে এসেছিলেন। গোপালনগরের চামটা গ্রামের বাড়িতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকেন শাহজাহানের স্ত্রী। ওই দম্পতির একমাত্র ছেলে একাদশ শ্রেণির ছাত্র। সম্প্রতি ফের গর্ভবতী হন শাহজানের স্ত্রী।

মৃতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেও ফোনে স্বামীর সঙ্গে কথা হয়েছিল। পাহাড়ি এলাকা কাজ করতে গিয়েছিলেন শাহজাহান। যে গাড়িতে করে গিয়েছিলেন, পাহাড় পথ ধরে নামার সময়ে সেই গাড়িটি খাদে উলটে যায়। ঘটনাস্থলেই মারা যান শাহজাহান মণ্ডল। তাঁর মৃত্যুর খবর পৌঁছতে শোকের ছায়া নামে গোপালনগরের চামটা গ্রামে। একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে শোকে দিশেহারা পরিবারের লোকেরা। ছেলের মৃতদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মৃতের বাবা।

[ জঙ্গলমহলে শাসকদলের দুই নেতাকে গুলি, অভিযোগের তির বিজেপির দিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement