Advertisement
Advertisement
বউ বড় না বর বড়

বিয়ে করতে গিয়ে পাখা ধরে ঝুলে পড়লেন বর! তারপর…

বিয়েবাড়িতে কেন ঘটল এমন কাণ্ড, দেখুন ভিডিও৷

Bengali Marriage rituals goes viral in social media
Published by: Sayani Sen
  • Posted:May 9, 2019 8:30 pm
  • Updated:May 9, 2019 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পাত্রপক্ষ এবং কন্যাপক্ষের সঙ্গে প্রতিনিয়তই যেন পরোক্ষ প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকে৷ ঠান্ডা লড়াইতে কে জেতে আর কে হারে, তা নিয়ে তর্কের শেষ নেই৷ বাঙালি বিয়েতেও তার অন্যথা নেই৷ মজার ছলে যেমন ‘বর বড় না বউ বড়’ তা দেখে নেওয়ার রীতি রয়েছে৷ কিন্তু সেই রীতি পালন করতে গিয়ে যা ঘটল, তা দেখে অবাক হবেন আপনি৷ ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

[ আরও পড়ুন: প্রেমিকের অ্যাকাউন্টে ৪৬ লক্ষ টাকা ট্রান্সফার করে বেপাত্তা ব্যাংকের অস্থায়ী কর্মী!]

ভিড়ে ঠাসা বিয়েবাড়ির ওই ভিডিওতে লাল টুকটুকে বেনারসিতে সেজে রয়েছেন কনে৷ বিপরীতে তাঁর স্বামী৷ শুরু হয়েছে ‘বউ বড় না বর বড়’ রীতি৷ আশেপাশের কৌতূহলী চোখ সমানে খেয়াল রেখেছে কে বড় তা যাচাইয়ে৷ হাসিঠাট্টার মাঝে আচমকাই বিপত্তি৷ বর প্রায় পড়ে যাবেন, পড়ে যাবেন অবস্থা৷ কোনওক্রমে বাঁচতে স্ত্রীর কোলেই চড়ে বসলেন প্রায়৷ কিন্তু বউই বা বাঁচাবেন কীভাবে তাঁকে৷ স্বামী-স্ত্রী দুজনের ভারেই ততক্ষণে প্রায় ভেঙে পড়েছে তাঁর পিঁড়ি৷ মাটিতে পড়ে গিয়ে কেলেঙ্কারির হাত থেকে বাঁচতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর৷ কোনওক্রমে লাফিয়ে মাথার উপরে থাকা পাখা ধরেই ঝুলে পড়লেন তিনি৷ এদিকে, কনেরও ততক্ষণে যাচ্ছে তাই অবস্থা৷ পড়ে গিয়ে চূড়ান্ত আঘাত পাওয়ার সম্ভাবনা তাঁরও৷ তাই বাঁচতে কনে ততক্ষণে হবু স্বামীর পা জড়িয়েই ঝুলে পড়লেন৷ তবে কিছুক্ষণের মধ্যেই বিয়েবাড়িতে থাকা আত্মীয়-পরিজনেরা তাঁদের উদ্ধার করেন৷

Advertisement

[ আরও পড়ুন: লিংক নেই, ১০ দিন ধরে বন্ধ আলিপুরদুয়ারের এক ডাকঘরের পরিষেবা]

এই ভিডিও নেটদুনিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে৷ রসিক নেটিজেনরা যদিও এই ভিডিও দেখে বেশ উচ্ছ্বসিত৷ বর-কনে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ভয়ে এমন রীতির বিরুদ্ধেও দাঁড়িয়েছেন অনেকে৷ ভাইরাল এই ভিডিওতে দেখতে পাওয়া বর-কনের পরিচয় এখনও জানা যায়নি৷

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement