স্টাফ রিপোর্টার: পরিচিত এক ব্যক্তির সঙ্গে ভুটানে কাজ করতে বেরিয়ে নিখোঁজ ছেলের সন্ধান পেতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হচ্ছে মাথাভাঙার এক পরিবার।
মাথাভাঙা—১ নম্বর ব্লকের জোড়পাটকি গ্রামের বাসিন্দা দেবাশিস বর্মন (২৮) গত ১ মে এলাকারই পরিচিত এক ব্যক্তির সঙ্গে কাজ করতে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে যাত্রা করেন। কিন্তু তারপর থেকেই আর কোনও খোঁজ নেই ওই যুবকের। ইতিমধ্যে যে পরিচিত ব্যক্তির সঙ্গে দেবাশিস ভুটানে গিয়েছিল সেই ব্যক্তি বাড়িতে ফিরে এসেছেন। কিন্তু দেবাশিস বর্তমানে কোথায় আছে সে সম্পর্কে কিছুই তিনি জানাতে পারেননি। উলটে তিনি জানান, তাঁর সঙ্গে যে দেবাশিস গিয়েছিল সে ঘোকসাডাঙার এক বাসিন্দা। কিন্তু তাঁরও কোনও খোঁজখবর পাওয়া যায়নি।
[সর্ষের মধ্যেই ভূত! যাত্রীর হার ছিনতাই করে বেড়াত খোদ রেলকর্মীই]
ইতিমধ্যে গোটা ঘটনা জানিয়ে জেলা প্রশাসনের কাছে গত ১৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। ছেলের খোঁজ না পেয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে ওই পরিবার। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব-সহ বিভিন্ন মহলে যোগাযোগ করেছে ওই পরিবার। এনিয়ে দেবাশিস বর্মনের বাবা রঞ্জিত বর্মন জানান, তাঁর ছেলে কোথায় রয়েছে তা তাঁরা জানেন না। বিভিন্ন মহলে যোগাযোগ করেছেন কোনও সদুত্তর পাননি। তাই এ মুহূর্তে দেশের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে চিঠি পাঠাচ্ছেন তিনি, তাঁর ছেলেকে খুঁজে দেওয়ার জন্য।
বিজেপির জেলা সভাপতি নিখিলরঞ্জন দে জানান, তাঁরাও দলের পক্ষ থেকে বিদেশমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন, দেবাশিসকে খুঁজে বের করার অনুরোধ জানিয়ে। এনিয়ে কোচবিহার জেলাশাসক কৌশিক সাহা কোনও মন্তব্য করতে চাননি। কোচবিহারের এসপি অনুপ জয়সওয়াল বলেন, থানায় অভিযোগ করলে নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে। কোনও কোনও সময় তদন্তে একটু বেশি সময় লাগে। তবে আধিকারিকরা আশ্বস্ত করলেও, পুলিশি তদন্তে ভরসা রাখতে পারছে না দেবাশিসের পরিবার। তাই হারানো ছেলেকে ফিরে পেতে এখন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের উপর আস্থা রাখছেন তাঁরা।
[তাজমহলে নমাজ পড়া নিষিদ্ধ করার দাবি আরএসএস-এর শাখা সংগঠনের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.