Advertisement
Advertisement
Bengal Egg production

সস্তায় পুষ্টিকর, ডিম উৎপাদনে স্বনির্ভর হচ্ছে বাংলা, আগামী বছরের মধ্যেই রপ্তানি শুরু!

পোলট্রি ব্যবসায় ব্যাপক উন্নতি।

Bengal will be self-reliant in Egg production within next year | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 6, 2023 2:08 pm
  • Updated:August 6, 2023 2:08 pm  

স্টাফ রিপোর্টার: বছরে বাংলার মানুষ কত ডিম (Egg) খান জানেন? তথ‌্য দেখলে রীতিমতো চমকে উঠবেন। ফি বছরে রাজ্যে ডিমের চাহিদা ১৪০০ কোটি। তার বেশিরভাগটা আমাদের রাজ্যে উৎপাদন হলেও দু’বছর আগেও ভিনরাজ‌্য থেকে ৪০০ কোটির মতো ডিম আমদানি করতে হত রাজ‌্যকে। কিন্তু রাজ‌্য সরকারের একাধিক প্রচেষ্টায় পোলট্রি ব‌্যবসায় ব‌্যপক উন্নতি হয়েছে। বেড়েছে ডিমের উৎপাদন। আমদানিকৃত ডিমের পরিমাণ ৪০০ কোটি থেকে কমে এখন ৬৫ কোটি হয়ে গিয়েছে।

Egg

Advertisement

নবান্নের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যে যে পরিমাণ ডিমের চাহিদা আগামী বছরের মধ্যেই সেই সংখ‌্যক ডিম উৎপাদন করে ফেলবেন এ রাজ্যের পোলট্রি ব‌্যবসায়ীরা। এমনকী, প্রয়োজনের তুলনায় বাড়তি ডিম উৎপাদন হবে। ২৪-২৫ আর্থিক বছরে তা ভিনরাজ্যে রপ্তানিও করা যাবে বলে মনে করা হচ্ছে।

egg
সস্তায় পুষ্টি বলতে বাঙালি ডিমকেই বোঝে। সকালের জলখাবারে সিদ্ধ ডিম থেকে এগরোল। ডিমের বিচরণ সর্বত্র। ফলে তার চাহিদাও ব‌্যাপক। তবে রাজ্যে মিড-ডে মিল এবং আইসিডিএস সেন্টারগুলোতে ডিমের জোগান দিতে গিয়ে সেই চাহিদা আরও বেড়ে গিয়েছে। ২০২১ সালে রাজ‌্য সরকার পোলট্রি সেক্টরকে আরও গুরুত্ব দিতে শুরু করে। গ্রামে ঘরে ঘরে সেলফ হেলপ গ্রুপ ডিম উৎপাদন শুরু করে। বাজেট বাড়ে বরাদ্দতেও। ’১৮-’১৯ সালে এই কাজে বরাদ্দ ছিল ৩৩ কোটি টাকা। কিন্তু ’২৩-’২৪ সালে তা বাড়িয়ে ১১১ কোটি টাকা করা হয়েছে। রাজ্যে পোলট্রি সেক্টরে শেষ দু’বছর ১৪ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে।

[আরও পড়ুন: ঝুলিতে নাসার স্বীকৃতি, এবার ডক্টরেট ও বঙ্গ গৌরব সম্মান পাচ্ছেন নিমতার উজ্জ্বল]

এদিকে রাজ‌্য সরকারের চেষ্টায় ইনসেনটিভ স্কিমের আওতায় ১৫৬টি বেসরকারি পোলট্রি প্রোজেক্ট তৈরি হয়েছে। ১০৭টি থেকে ইতিমধ্যেই ডিম উৎপাদন শুরু হয়ে গিয়েছে। পাওয়া যাচ্ছে বছরে প্রায় ১৪১ কোটি ডিম। ৪৯টি আরও যে ইউনিট আছে সেগুলো আশা করা যায় এই আর্থিক বছরে শুরু হয়ে যাবে। সেখান থেকে আরও ৮৬ কোটি ডিম মিলবে বলেই জানানো হয়েছে।

Egg 1

তিন লক্ষ মুরগি রাখার ক্ষমতাবিশিষ্ট পাঁচটা সরকারি পোলট্রি ফার্ম তৈরি হবে। কোচবিহারের মেখলিগঞ্জ, মালদহের ইংলিশবাজার, পুরুলিয়া, শালবনি, হরিণঘাটাতে এগুলো গড়ে উঠবে। ডিসেম্বর ২০২৩ থেকে ৪৬ কোটি ডিম আরও উৎপাদন করতে পারা যাবে। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে ডিম উৎপাদনে এখন বাংলা চার নম্বর, খাসির মাংসে এক নম্বর। সব মাংসের প্রোডাক্ট মিলিয়ে তিন নম্বরে রয়েছে। প্রশাসন সূত্রে খবর, মার্চ ২০২৪ সালে ডিম উৎপাদনে স্বনির্ভর হয়ে যাবে রাজ‌্য। সে ক্ষেত্রে বাইরে থেকে ডিম আনতে হবে না। ২০২৪-২৫ সাল থেকে বাইরে পাঠানো শুরু হবে।

[আরও পড়ুন: কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী তৃণমূলে, পুরুলিয়ায় ত্রিশঙ্কু পঞ্চায়েতের দখল নিল শাসকদল ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement