Advertisement
Advertisement

Breaking News

বাংলার রায় ২০১৬ সরাসরি sangbadpratidin.in -এ

সকাল আটটা থেকে ভোটগণনার প্রতিমুহূর্তের টাটকা আপডেট পাবেন http://www.sangbadpratidin.in –এ৷ ‘শ্রাচী বাংলার রায় ২০১৬’-য়৷ আপনার প্রিয় প্রার্থী এগোল না পিছোল, তা জানতে চোখ রাখুন এই ডিজিটাল মাধ্যমে৷

Bengal verdicts 2016 live at sangbadpratidin.in
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 8:52 pm
  • Updated:May 30, 2023 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক মুহূর্তের অপেক্ষা৷ তারপরেই যবনিকা পড়তে চলেছে এই সময়ের সবচেয়ে বড় জল্পনার৷ বাংলার মসনদে বসছেন কে, তার উত্তর মিলতে চলেছে রাত পোহালেই৷ দীর্ঘ কয়েক মাসের মিটিং-মিছিল, রাজনৈতিক কচকচানি, সাত দফার গণতন্ত্রের উৎসব শেষে ১৯ মে, বৃহস্পতিবার বেলাশেষেই স্পষ্ট হয়ে যাবে সব চিত্র৷

রাজ্যজুড়ে এই অকাল বিজয়ায় সামিল হতে চলেছে ‘সংবাদ প্রতিদিন’ও৷ এদিন সকাল থেকেই সংবাদ প্রতিদিন-এর ওয়েবসাইট হাজির হচ্ছে একদম নতুন রূপে৷

Advertisement

সকাল আটটা থেকে ভোটগণনার প্রতিমুহূর্তের টাটকা আপডেট পাবেন http://www.sangbadpratidin.in –এ৷ ‘শ্রাচী বাংলার রায় ২০১৬’-য়৷ আপনার প্রিয় প্রার্থী এগোল না পিছোল, তা জানতে চোখ রাখুন এই ডিজিটাল মাধ্যমে৷

শুধুমাত্র অফিস বা বাড়ির ডেস্কটপ নয়, এটি মিলবে আপনার স্মার্টফোনেও৷ তাই আপনি যেখানেই থাকুন না কেন, গণনার সব খবরই থাকবে আপনার নাগালে৷

বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই গণনার খুঁটিনাটি টাটকা আপডেটের জন্য ক্লিক করুন http://www.sangbadpratidin.in৷ সাক্ষী হোন এক অনন্য অভিজ্ঞতার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement