সুব্রত বিশ্বাস: ভুটান সিন্ডিকেটের দৌরাত্ম্যে সে দেশে ঢুকতে পারলেন না রাজ্যের একদল পর্যটক। শুক্রবার জলগাঁও দিয়ে অনলাইনে স্ক্যানিং করে অনুমতিও নেয় তারা। ফুন্টসিলিং যাওয়ার জন্য তারা যখন ভুটানে ঢুকেছিলেন তখন সে দেশের গাড়িচালকরা জানান, ভারতের গাড়ি নয়, যেতে হবে তাXদের গাড়িতে। ফুন্টসিলিং যেতে জনপ্রতি দিতে হবে সাড়ে তিন হাজার টাকা। অত্যধিক ভাড়া চাওয়ায় ওই পর্যটকরা জানান, তাদের চারটি গাড়ি রয়েছে হাজার চারেক টাকা নিয়ে গাড়িগুলি ঢুকতে দেওয়া হোক। যদিও এ অনুরোধ শোনেনি সেখানকার চালকরা।
ভুটানের অনুমতি থাকা সত্বেও এই আচরণে ভারতীয় চালকরা ক্ষুব্ধ হন। শুরু হয় তর্কাতর্কি। এরপর ভুটানি চালকরা দল বেঁধে মারধর করে ভারতীয় গাড়িচালকদের। আতঙ্কে পর্যটকরা ভুটানে ঢোকেননি। জলগাঁও থানায় অভিযোগ জানিয়ে চলে আসেন। বালির এই ট্যুর সংস্থার মালিক সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন, পাঁচ দিনের ট্যুর এ এসেছিলেন তারা। হাওড়া, হুগলি, কলকাতার ২৬ জন পর্যটক নিয়ে এসেছেন। ভুটান ছাড়াও লাভাতে এরকম সিন্ডিকেট রয়েছে, যেখানে তাদের গাড়ি নিতে হবে। লাভা থেকে সামান্য দূরত্বে খোলাখাম ছাঙ্গে ওয়াটার ফলসে যেতে জনপ্রতি এক থেকে দেড় হাজার টাকা নেয়। সিন্ডিকেটের এই দৌরাত্ম্যে পর্যটন শিল্প ক্ষতির মুখে পড়বে বলে তিনি মনে করেন।
একইদিন ট্যুর সংস্থার সঙ্গে অসম ও মেঘালয় ভ্রমন করতে গিয়ে বিপাকে পড়েছেন কলকাতা সহ আশপাশের অসংখ্য পর্যটক। ১৯ থেকে ২৬ তাদের নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা ছিল। সেই মতো টাকাও নিয়েছিল কলকাতা হাজরা রোডের একটা ভ্রমণ সংস্থা। শনিবার তাদের ফেরার কথা থাকলেও ট্যুর সংস্থাটি শুক্রবার ট্যুর বাতিল করে। ফলে চরম হয়রানির স্বীকার হন অসংখ্য মানুষ। দলে অধিকাংশই অতি প্রবীণ হওয়ায় স্বভাবতই তারা বিপাকে পড়েন। ট্যুর অপারেটরদের দাবি, দলের মানুষজনের খারাপ ব্যবহারে তাদের এই সিদ্ধান্ত। কলকাতার বাসিন্দা সোমনাথ রায় অভিযোগের সুরে বলেন, মাঝ পথে ট্যুর বাতিল করে দেওয়া তারা বিপদে পড়েছেন। কোথায় হোটেল পাবেন, তা বুঝতে পারছেন না। এমনকি সংস্থাটির কেউ ফোন ধরছে না। ফলে তারা চরম বিপদের মধ্যে পড়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.