সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের ‘বেটি বাঁচাও’ প্রকল্পকে প্রচার দিতে গিয়ে বারেবারে অবহেলা করা হয়েছে বাংলার কন্যাশ্রীকে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাতিল করা হয়েছিল কন্যাশ্রীর ট্যাবলো। এ অভিযোগ বরাবরই ছিল। তবে রাষ্ট্রসংঘের স্বীকৃতি যেন সব ক্ষোভ ধুয়েমুছে দিয়েছে। এবার তা হাতিয়ার করেই রাজ্যে বড়সড় প্রচারে নামার পরিকল্পনা মমতা সরকারের। স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির পর এবার কন্যাশ্রী জায়গা করে নিতে চলেছে যাত্রাপালাতেও।
[ রাষ্ট্রসংঘে সম্মানিত কন্যাশ্রী, বাংলার মানুষকে পুরস্কার উৎসর্গ মুখ্যমন্ত্রীর ]
যাত্রা অ্যাকাডেমির উদ্যোগেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি নেদারল্যান্ডস সফরে গিয়ে এই বিরল সম্মান অর্জন করেছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে সেরার স্বীকৃতি ছিনিয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। জনসেবার নিরিখে প্রকল্পগুলির কথা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন ৬০টিরও বেশি দেশের নেতা। তার মধ্যেই সেরা কন্যাশ্রী। যেভাবে বাংলার মেয়েদের স্বনির্ভর করে তুলতে, তাদের পড়াশোনার বিষয়টি নিশ্চিত করতে পেরেছে এই প্রকল্প, তাই-ই মন জয় করে নেয় রাষ্ট্রসংঘের। এবার সেই স্বীকৃতিই মুখ্যমন্ত্রীর বড় হাতিয়ার। কেন্দ্রের কদর না করার বিরুদ্ধে এবার প্রচারকেই হাতিয়ার করার পরিকল্পনা রাজ্য সরকারের। ইতিমধ্যেই রাজ্যের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কন্যাশ্রীর কথা। তবে এবার রাষ্ট্রসংঘের এই স্বীকৃতির কথাও যোগ হচ্ছে। সেইসঙ্গে বাংলার যাত্রাতেও এবার জায়গা করে নিচ্ছে কন্যাশ্রীর সাফল্য। যাত্রা অ্যাকাডেমির অধীনে এই মুহূর্তে ৭০টি যাত্রাদল আছে। পালার মধ্যেই এই সাফল্যের কথা অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও দেড় ঘণ্টা সময়সীমার একটি প্রচারেরও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.