Advertisement
Advertisement
খুনের হুমকি

‘মমতাকে খুন করে ফেলব’, মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষক

কৃষ্ণগঞ্জ থানায় শিক্ষকের বিরুদ্ধে দায়ের এফআইআর৷

Bengal Teacher threatens to kill CM Mamata Banerjee
Published by: Sucheta Sengupta
  • Posted:July 24, 2019 3:20 pm
  • Updated:July 25, 2019 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সরাসরি খুনের হুমকি৷ অভিযুক্ত প্রাথমিকের এক শিক্ষক৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এধরনের হুমকি দেওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্যের শাসকদল৷ তবে এসবের পর বেপাত্তা শিক্ষক৷ গ্রেপ্তার হননি এখনও৷

[আরও পড়ুন: রাতের কলকাতায় ফের নিগৃহীতা ২ তরুণী, পুলিশের জালে ইভটিজাররা]

Advertisement

রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের প্রতিবাদে সপ্তাহখানেক ধরে সল্টলেকের উন্নয়ন ভবনের সামনে চলছে বিক্ষোভ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদী শিক্ষকরা যোগ দিয়েছেন তাতে৷ টানা অনশনের জেরে অসুস্থের সংখ্যাও বাড়ছে৷ তা সত্ত্বেও কেন্দ্রীয় হারে বেতনের দাবিতে অনড় তাঁরা৷ রাজ্য সরকারের কাছ থেকে এই সংক্রান্ত কোনও স্থায়ী আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা নড়বেন না বলে জীবনপণ করেছেন৷ এরই মাঝে মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় হারে বেতন চাইলে কেন্দ্রের চাকরি করতে হবে৷ রাজ্যে কর্মরত থেকে এরকম দাবি অসঙ্গত বলেও মন্তব্য তাঁর৷ আর এসব শুনে ক্ষোভ বাড়ছে প্রাথমিক শিক্ষকদের৷
তারই মাঝে ফেসবুক পোস্টে এমন একটি বিস্ফোরক হুমকি দিয়ে বিপাকে পড়লেন নদিয়ার কৃষ্ণগঞ্জের প্রাথমিক শিক্ষক নির্মাল্য চক্রবর্তী৷ তিনি কৃষ্ণগঞ্জের খারবাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক৷ সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে সেই পোস্ট৷ দেখা যাচ্ছে তিনি স্পষ্ট লিখেছেন, ‘আমি মমতাকে মারব৷ কে কে সাথ দেবেন বলুন?’ তাঁর এই মন্তব্যের নিচে সমর্থন-বিরোধিতার পাশাপাশি কেউ কেউ তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে এধরনের মন্তব্য উচিত নয়৷

[আরও পড়ুন: বেপরোয়া বাইক ধরতে গিয়ে আক্রান্ত ট্রাফিক পুলিশ, গ্রেপ্তার ৩ ]

মঙ্গলবার এই পোস্ট ভাইরাল হতেই কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে শিক্ষক নির্মাল্য চক্রবর্তীর বিরুদ্ধে৷ যদিও এনিয়ে ফোনে তাঁর প্রতিক্রিয়া নিতে গেলে তিনি জানিয়েছেন, ওই পোস্টে মমতা বলতে তিনি মুখ্যমন্ত্রীকে বোঝাননি, আর মারা বলতেও খুনের হুমকি দেননি৷ গোটা পোস্টটির অপব্যাখ্যা হচ্ছে৷ তবে পুলিশ সূত্রে খবর, এসবের পর থেকে এলাকায় আর তাঁর দেখা মেলেনি৷ তাই এখনও তিনি পুলিশের নাগালের বাইরে৷ তবে ফেসবুকে এমন হুমকি দেখে স্বভাবতই রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement