সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে বিভিন্ন সময় আক্রান্ত হন পুলিশকর্মীরা। জানা যাচ্ছে, দেশে বিক্ষোভ সামলাতে আক্রান্ত প্রতি দশ পুলিশকর্মীর চারজনই পশ্চিমবঙ্গের। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্প্রতি এক সমীক্ষায় প্রকাশ করল এই তথ্য।
২০১৫ সালে গোটা দেশে বিভিন্ন হিংসাত্মক কাজকর্ম রুখতে গিয়ে আক্রান্ত হন মোট ১,৬২৩ পুলিশ কর্মী। এরমধ্যে ৬৪১ জন পুলিশকর্মী পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মরত। এই সংখ্যা মোট ৩৯.৫ শতাংশ বলে জানা গিয়েছে। অন্যদিকে কেরল ২৬৪ জন আক্রান্ত পুলিশের নথির ভিত্তিতে রয়েছে দ্বিতীয় স্থানে। যদিও এই সংখ্যা পশ্চিমবঙ্গের পুলিশ নিগ্রহের তুলনায় অনেকটাই কম।
যদিও পরিসংখ্যান বলছে, গোটা দেশে যেখানের পুলিশের গুলির মুখে প্রাণ হারিয়েছেন ৩৪ জন মানুষ, সেখানে পশ্চিমবঙ্গে এই সংখ্যা খুবই কম। পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছেন মাত্র পাঁচ জন। শুধু তাই নয়, হিংসাত্মক ঘটনার নিরিখেও বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও রাজ্যের নিরাপত্তা রক্ষায় কোনও কসুর করেন না রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা এই পুলিশকর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.