ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে ফের চোখ রাঙাচ্ছে করোনা (Coronavirus)। গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। তবে মৃতের সংখ্যাও বেড়েছে কিছুটা। পজিটিভিটি রেট ২.১২ শতাংশ। রাজ্যের করোনা গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে সকলের।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৮৬ জন। আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় একদিনে ১৫৯ জন করোনা আক্রান্ত। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ১৩৪ জন আক্রান্ত হন। সব মিলিয়ে বাংলায় মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭৩ হাজার ২৪৬ জন। অ্যাকটিভ কেস ৭ হাজার ৫৯১ জন। মৃতের সংখ্যাও বেড়েছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় একদিনে ১৫ জনের প্রাণ কেড়েছে করোনা। এখনও পর্যন্ত বাংলায় ভাইরাসের বলি ১৮ হাজার ৮৬৩ জন।
করোনা রোগীকে দ্রুততার সঙ্গে আইসোলেশনে পাঠানো অত্যন্ত প্রয়োজন। সেই কারণে উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ৮৩ লক্ষ ৬২ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট (Positivity Rate) ২.১২ শতাংশ। করোনাকে রুখতে ব্রহ্মাস্ত্র টিকাকরণ। জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যেই ১০ লক্ষ ৩৮ হাজার ১৮১ জনের টিকা নিয়েছেন। প্রথম ডোজ পেয়েছেন ৮ লক্ষ ৫৩ হাজার ৯১৮ জন। দু’টি ডোজই সম্পূর্ণ হয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ২৬৩ জনের।
করোনার ধাক্কা কিছুটা হলেও নিয়ন্ত্রণাধীন। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় সকলেই। উৎসবের মরশুমে সামান্য উদাসীনতাও বিপদ ডেকে আনতে পারে। তাই সকলকে সাবধান হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। মহালয়ার দিনেই রাজ্যের করোনা গ্রাফ যথেষ্ট ঊর্ধ্বমুখী। যা সত্যিই উদ্বেগ বাড়াচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.