সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলমানরাও সঙ্গে নেই মমতার! ভোটে হারবেন তৃণমূল নেত্রী। তাঁর আচরণেই মিলছে ইঙ্গিত। কোচবিহারের সভা থেকে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। মোদির দাবি, মমতা যেভাবে কমিশন, ইভিএম এবং কেন্দ্রীয় বাহিনীকে তোপ দাগছেন, তাতেই বোঝা যাচ্ছে তাঁর হার নিশ্চিত। তাছাড়া, যে মুসলমানদের মমতা নিজের ভোটব্যাংক মনে করতেন, তাঁরাও এখন তাঁর সঙ্গ ছাড়ছেন।
কোচবিহারের সভায় প্রধানমন্ত্রী দাবি করেছেন, “মমতা (Mamata Banerjee) জনসমক্ষে সব মুসলমানকে এক হতে আহ্বান করেছেন। বলেছেন, সব মুসলমান এক হও, ভোট ভাগ হতে দিও না। আপনি এসব বলছেন মানে আপনিও বুঝতে পারছেন, মুসলিম ভোটব্যাংকও আপনার হাতে নেই। মুসলিমরাও আপনার সঙ্গে নেই। আপনাকে জনসমক্ষে এসব বলতে হচ্ছে মানে আপনি ভোটে হারছেন এটা নিশ্চিত।” মোদির অভিযোগ, মমতা যেমন বলছেন, তেমন যদি আমি বলতাম যে, সব হিন্দু এক হয়ে বিজেপিকে ভোট দাও, তাহলে নির্বাচন কমিশন (Election Commission) আমাকে ৭-৮ দিনের জন্য নোটিস দিয়ে দিত। প্রধানমন্ত্রীর দপ্তরেও নোটিস আসে। জানি না, কমিশন আপনাকে নোটিস দেবে কিনা। কিন্তু আপনার বক্তব্য বলে দিচ্ছে আপনি হারছেন।” মোদির অভিযোগ, ১০ বছর রাজ্যে তৃণমূল স্রেফ তোষণ করেছে। উন্নয়ন করেনি।
বিজেপির (BJP) তারকা প্রচারকের দাবি, বাংলায় তৃণমূল যে হারছে, তা তৃণমূল নেত্রীর ব্যবহারেই স্পষ্ট হয়ে গিয়েছে। মোদির দাবি,”আপনার রাগ, ক্ষোভ, ব্যবহারই বলে দিচ্ছে ভোটের ফল। আপনার ব্যবহারই বলে দিচ্ছে, আপনি ভোটে হারছেন। তৃণমূল ময়দান ছেড়ে দিয়েছে। নন্দীগ্রামের বুথে যে খেলা করেছেন, যে কথাগুলি বলেছেন, সেদিনই গোটা দেশ জেনে গিয়েছে, আপনি হেরে গিয়েছেন। যেদিন আপনার দল ঘোষণা করল, দিদি বারাণসীতে লড়বেন। সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল, বাংলায় দিদি সাফ। এবার আপনাকে বাংলার বাইরে রাজনীতি করতে হবে। যে কমিশন আপনাকে দু’বার মুখ্যমন্ত্রী বানালো, যে ইভিএমের ভোটে দু’বার মুখ্যমন্ত্রী হলেন, সেই ইভিএমকেও আপনি গালাগাল দিলেন। এতেই বোঝা যায় যে আপনি ভোটে হারছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.