ছবি: ফাইল
শুরু হল বঙ্গের ভোটযুদ্ধ (WB Assembly Election)। প্রথম দফায় রাজ্যের ৫ জেলার মোট ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। নজিরবিহীন নিরাপত্তা বলয়ে ভোট সম্পূর্ণ হল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মোট ৩০ টি আসনে। ৫ জেলায় মোট ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভাগ্য নির্ধারিত হয় মোট ১৯১ জন প্রার্থীর।ভোটযুদ্ধে শামিল বেশ কয়েকজন হেভিওয়েট এবং তারকা প্রার্থীও। রাজ্যে প্রথম দফা নির্বাচনের খুঁটিনাটি –
রাত ৯.২৬: সৌমেন্দুর গাড়িতে হামলা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন সাংসদ শিশির অধিকারী। বললেন, “২৪ ঘণ্টা নয়, ২-৪ ঘণ্টার মধ্যে ওষুধ দেব। এর আগে আমি অনেক ওষুধ দিয়েছি। দেখি একে কী ওষুধ দেওয়া যায়?”
রাত ৮.৩৩: দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোট দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে। তার আগেই শনিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কাকদ্বীপের হারউড পয়েন্ট উপকূল থানার শ্রীনগর এলাকা। রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।
সন্ধে ৬.৫৭: প্রথম দফায় বাংলায় ভোট পড়ল ৭৯.৭৯ শতাংশ।
72.14% and 79.79% voter turnout recorded till 6 pm, in the first phase of polling in Assam and West Bengal Assembly elections, respectively: Election Commission of India.
— ANI (@ANI) March 27, 2021
সন্ধে ৬.৩৭: ভোটের শেষে বাঁকুড়ার ছাতনায় বুথের বাইরে অশান্তি। ইভিএম বের করার সময় উত্তেজনা।
বিকেল ৫.৩৪: বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৭৭.৯৯ শতাংশ।
71.62% and 77.99% voter turnout recorded till 5 pm, in the first phase of polling in Assam and West Bengal Assembly elections, respectively: Election Commission of India. pic.twitter.com/ph1BWtMXMV
— ANI (@ANI) March 27, 2021
বিকেল ৫.২০: বিকেল পাঁচটা পর্যন্ত পুরুলিয়ায় ভোট পড়ল ৭৭.১৩ শতাংশ।
বিকেল ৪.৩৯: পোলিং এজেন্ট নিয়মের বদল নিয়ে সরব তৃণমূল। ইতিমধ্যে কমিশনকে চিঠি দিয়েছে ঘাসফুল শিবির। তাঁদের দাবি না মানলে বৃহত্তর পদক্ষেপ হুঁশিয়ারি দিলেন সুব্রত মুখোপাধ্যায়।
বিকেল ৪.২০: সুশান্ত ঘোষকে ঘিরে ফের বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।। আঁধারনয়ন স্কুলে সিপিএম নেতার গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়েছে। এমনকী জুতো দেখানো হয় বলেও অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকেল ৪.০৬: দাঁতনের মোহনপুরে দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ঘটনায় জখম ৪ জন। ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করেছে আধাসেনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নালিশ জানানো হয়েছে নির্বাচন কমিশনকেও।
বিকেল ৪.০০: দুপুর ৩টে পর্যন্ত পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ৭০.৮৫, কাঁথি উত্তর ৭৩.০২, ভগবানপুর ৭৩.১৩, খেঁজুরি ৭৬.৯, কাঁথি দক্ষিণ ৭০.৮৫, রামনগর ৭৩.৫৯, এগরা ৬৮.৩ শতাংশ ভোট পড়েছে।
বিকেল ৩.৫৪: দুপুর ৩টে পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ৭৩.৩ শতাংশ, কেশিয়ারিতে ৬২.৫৪ শতাংশ, খড়গপুরে ৬২.৬৮ শতাংশ, গড়বেতায় ৬৮.১৭ শতাংশ, শালবনিতে ৭৪ শতাংশ, মেদিনীপুরে ৭১.৮৯ শতাংশ ভোট পড়েছে। সবমিলিয়ে গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৯.০২ শতাংশ ভোট পড়েছে।
বিকেল ৩.৩৮: শালবনির আমলাশোলের বনকাটা বুথ এলাকায় বিজেপি-সিপিএম সংঘর্ষ। জখম দুই বাম কর্মী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকেল ৩.৩০: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ২টো পর্যন্ত বাংলায় ৫৫ শতাংশ ভোট পড়েছে।
45.24% and 54.90% voter turnout recorded till 2 pm, in the first phase of polling in Assam and West Bengal Assembly elections, respectively: Election Commission of India.
— ANI (@ANI) March 27, 2021
বিকেল ৩.০০: কেশিয়ারির কশিদা বুথে সক্রিয় বিজেপি কর্মী শক্তিপদ বেরাকে মারধর। কাঠগড়ায় তৃণমূল। স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
দুপুর ২.৫০: পুরুলিয়ায় ইভিএম কারচুপির ঘটনা নিয়ে সম্পূর্ণ রিপোর্ট চাইল কমিশন।
দুপুর ২.৪১: নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপির প্রতিনিধি দল। তৃণমূল ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন কৈলাস বিজয়বর্গীয়।
দুপুর ২.০৫: কাঁথি কলেজে স্ত্রীকে নিয়ে ভোট দিলেন কাঁথির তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।
দুপুর ১.৫৪: ইভিএম কারচুপির অভিযোগ, পুরুলিয়ার ১২৭ নং বুথের বিজেপি কর্মীকে ‘গুলি’ করার হুঁশিয়ারি পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের।
দুপুর ১.৪১: শালডিহা অঞ্চলের কেশরায় ভোটারদের মারধরের প্রতিবাদ। প্রতিবাদে ছাতনা থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মী, সমর্থকদের।
দুপুর ১.৩৩: দুপুর ১টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে ৫২.৩৩ শতাংশ ভোট পড়েছে। পূর্ব মেদিনীপুরে ৫৭.৭৫ শতাংশ, পুরুলিয়ায় ৫১.২ শতাংশ ভোট পড়েছে।
দুপুর ১.১০: নন্দীগ্রামের বয়ালে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ, জখম বেশ কয়েকজন। প্রতিবাদে মহিলারা পথে নেমে বিক্ষোভ দেখান।
দুপুর ১২.৫৭: নয়াগ্রামের কুলিয়ানা জুনিয়র হাই স্কুলে ভোট দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দুপুর ১২.৩৭: ভোটের দিন সকালে আক্রান্ত হওয়ায় নিরাপত্তা বাড়ল শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের।
দুপুর ১২.২২: নির্বাচনী এজেন্ট নিয়ে কমিশনের নিয়মে বদল-সহ প্রথম দফার ভোটে একাধিক অশান্তির ঘটনা নিয়ে কমিশনের দপ্তরে তৃণমূলের ৮ সাংসদ।
দুপুর ১২.১৮: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গাজিপুরের একটি বুথে মহিলা ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। আক্রান্ত ১।
দুপুর ১২.০৩: বাঁকুড়ার ছাতনা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভাশিস বটব্যালকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাগজুরি বুথে বাধা পেয়ে জওয়ানদের সঙ্গে বচসা তাঁর।
বেলা ১১.৫০: বেলা ১১টা পর্যন্ত ৫ জেলায় ভোটদানের গড় হার ৩৬.৯ শতাংশ। পুরুলিয়ায় ভোট পড়েছে গড়ে ৩৩.৬ শতাংশ, বাঁকুড়ায় ৩৬.৩৮ শতাংশ, ঝাড়গ্রামে ৩৭.০৭, পূর্ব মেদিনীপুর ৩৮.৮৯, পশ্চিম মেদিনীপুর ৩৫.৫ শতাংশ ভোট পড়েছে।
বেলা ১১.৪৫: রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তারা ঠিকমতো কাজ করছে না। এই অভিযোগ তুলে সোজা নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
বেলা ১১.৩৮: শালতোড়ার ২৬০ নং বুথে ভোট দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
বেলা ১১.৩৫: কাঁথিতে অধিকারী পরিবারের সদস্য সৌমেন্দুর গাড়িতে হামলা। সাবাজপুরে ভাঙল গাড়ির কাচ, ব্যাপক ক্ষতি গাড়ির। আহত গাড়িচালক। তৃণমূলের দুষ্কৃতী এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগে সুর চড়ালেন সৌমেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীও নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ তাঁর।
বেলা ১১.২৫: বিজেপির হয়ে ভোট করাচ্ছে সিআরপিএফ। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের মোট ১৫ টি কেন্দ্রে আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগে সরব তৃণমূল।
বেলা ১১.১০: রামনগরের বিজেপি প্রার্থী স্বদেশরঞ্জন নায়েককে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অখিল গিরি।
সকাল ১০.৫৪: ইভিএমে কারচুপির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি কর্মীরা ভোটিং মেশিনে তৃণমূলের প্রতীকযুক্ত স্লটের উপরে রং প্রয়োগ করছিলেন বলে অভিযোগ। তৃণমূল সমর্থকদের অভিযোগ, বিজেপি কর্মীরাই এই কাজ করছেন।
সকাল ১০.২৬: ভোটের হার নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষোভ তৃণমূলের। কমিশনের হিসেব অনুযায়ী, কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে (২১৬) ও কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে(২১৩) সকাল ৯ টা ১৩ নাগাদ ভোটের হার যথাক্রমে ১৮.৪৭% এবং ১৮.৯৫% ছিল। ৪ মিনিট পরে ভোটদানের হার হ্রাস পেয়ে হয়েছে ১০.৬০% এবং ৯.৪০%-এ । এতে গরমিলের অভিযোগ তৃণমূলের। অভিযোগ নিয়ে আজই দিল্লি যাচ্ছেন ১০ সাংসদ।
সকাল ১০.২০: সেক্টর অফিসারের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। এই বিধানসভা কেন্দ্রের পোরলদা গ্ৰাম পঞ্চায়েতের নয়নজোড়া ৯৮ নম্বর বুথে এক সেক্টর অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী বিক্রম প্রধান। তাঁর অভিযোগ, অতনু মিশ্র নামে এই সেক্টর অফিসার নিয়ম বিরুদ্ধভাবে বুথে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দেওয়ার প্রচার করেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন তিনি।
সকাল ৯.৫৮: পূর্ব মেদিনীপুরে ২ ঘণ্টায় ভোটদানের হার গড়ে ১৭ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে আরও বেশি – গড়ে ১৯ শতাংশ। বাঁকুড়ায় ভোট পড়ল গড়ে ১৮ শতাংশ, পুরুলিয়ায় তুলনায় কম, ১৪.৬৬ শতাংশ ভোট পড়েছে প্রথম ২ ঘণ্টায়।
সকাল ৯.৪৭: ব্রিজ নেই, তাই ভোট বয়কট করলেন বাঁকুড়ার ছাতনার জামথোল এলাকার বাসিন্দারা। সকালে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ তাঁদের।
সকাল ৯.৩৯: সব ভোট পড়ছে বিজেপিতে। তৃণমূলে ভোট দিলেও তা যাচ্ছে বিজেপির প্রতীকেই। কাঁথি দক্ষিণ কেন্দ্রের মাজনা হাই মাদ্রাসা বুথে ভোট দিয়ে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ ভোটারদের। আপাতত সেখানে ভোট বন্ধ। দেড় ঘণ্টা পর ইভিএম পালটে নতুন করে শুরু হয় ভোটগ্রহণ।
সকাল ৮.৫৪: ইভিএম বিভ্রাট, পুরুলিয়ার মানবাজার বিধানসভার পুঞ্চাতেও ভোট শুরুর নির্ধারিত সময়ের প্রায় দু’ ঘন্টা পরেও শুরু হল না ভোটদান পর্ব।
সকাল ৮.৪১: ভোটের দিন সকালে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। থানায় ডায়রিও করা হয়েছিল। এরপর সকালে বাড়ির উঠোনেই দেহ মিলেছে। এলাকায় তীব্র উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব কেশিয়াড়ির বিজেপি প্রার্থী সোনালি মুর্মু। খবর পেয়ে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।
সকাল ৮.২৯: শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ। জুতো দেখিয়ে বিক্ষোভ। ভাঙল গাড়ির কাঁচ, আক্রান্ত সংবাদমাধ্যমও। কাঠগড়ায় তৃণমূল কর্মীরা।
সকাল ৮.২০:রাজ্যে প্রথম দফার ভোট শুরু হতেই টুইটারে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের আরজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা ও ইংরাজিতে লিখলেন, সবাই আসুন, ভোট দিন।
বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।
I call upon the people of Bengal to exercise their democratic right by coming out and voting in large numbers.
— Mamata Banerjee (@MamataOfficial) March 27, 2021
সকাল ৮.১২: ভোট শুরুর ঘণ্টাখানেকের মধ্যে বিভিন্ন জায়গায় প্রায় ৯০ টি ইভিএম বিভ্রাটের খবর মিলল। বদল করা হয়েছে ৩৪ টি মেশিন।
সকাল ৮: ভোট দিলেন পুরুলিয়ার মানবাজারের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সন্ধ্যারানি টুডু।
সকাল ৭.৫০: পুরুলিয়ার করাডিতে, নিজের গ্রামের বুথে সাতসকালেই ভোট দিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
সকাল ৭.২৯: সকালবেলাই বুথে গিয়ে পরিস্থিতি দেখে এলেন মেদিনীপুরের তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া।
সকাল ৭.১৪: বাংলার মন জয়ে ফের বাংলায় টুইট প্রধানমন্ত্রীর। প্রথম দফা ভোটের শুরুতে সকলকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন ও শুভেচ্ছা জানিয়ে টুইট মোদির।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
সকাল ৭.১০: ভোট শুরু হতেই ইভিএম বিভ্রাট। বেশ কয়েকটি বুথে ইভিএমে যান্ত্রিক গোলযোগ। কোথাও বন্ধ হয়ে গেল ভোটগ্রহণ। শালবনির ১৭৯ নং বুথে ইভিএম, ভিভিপ্যাট খারাপ হওয়ায় আপাতত বন্ধ ভোট। চন্দ্রকোণার বেশ কয়েকটি বুথে বিভ্রাট।
সকাল ৭.০২: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই রাজ্যের ৫ জেলার ৩০টি বিধানসভা আসনে ভোট শুরু। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের বুথে প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে। থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা, বুথে রয়েছে স্যানিটাইজার, মাস্কও।
সকাল ৬.৫৭: প্রথম দফা ভোটে জনতার উৎসাহ। ভোট শুরুর আগে ভোর থেকেই বাঁকুড়ার সুপূরে ভোটকেন্দ্রের বাইরে লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরা বুথের বাইরে। দূরত্ববিধি মেনে লাইনে দাঁড় করানো হয়েছে।
সকাল ৬.৪২: শালবনিতে সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের এজেন্টকে বসতে বাধা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। শালবনির শুকনাতোড়ের বুথে নিজে গিয়ে এজেন্টকে বসানোর চেষ্টা সুশান্ত ঘোষের। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা। তাঁর অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের জেরে এলাকাছাড়া সিপিএম কর্মীরা।
সকাল ৬.৩০: ভোট শুরুর আগেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আক্রান্ত পুলিশ। সাতসতমহলে রাতভর টহলদারির সময়ে হামলা। পুলিশ ও আধাসেনাকে লক্ষ্য করে বোমাবাজি। আহত পটাশপুর থানার ওসি, এক সেনা জওয়ান। আহতরা ভরতি হাসপাতালে।
সকাল ৬.২৭: পুরুলিয়ায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত ৫ তৃণমূল কর্মী। অভিযোগ, বুথে কাজ করার সময় তাঁদের উপর হামলা চলে। আহতরা পুরুলিয়া জেলা সদর হাসপাতালে ভরতি।
সকাল ৬.১৪: কাঁথি দক্ষিণে আক্রান্ত বিজেপি প্রার্থী। অভিযোগ, তৃণমূলের হামলায় আক্রান্ত ২ বিজেপি কর্মীও। খেজুরিতেও রাতভর বোমাবাজির অভিযোগ। গুলিও চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.