ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট শেষের আগেই টুইটে ফল ঘোষণা করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ! লিখলেন, “খেলা শেষ, টিএমসি লস্ট”। যা নিয়ে ফের শুরু বিতর্ক। সমালোচকদের প্রশ্ন, ভোট না মিটতেই কীভাবে ফল জানলেন দিলীপ? যদিও সাংসদের এই টুইট মনোবল বাড়িয়েছে দলীয় কর্মীদের।
বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) শুরু হয়েছে মার্চে। ইতিমধ্যেই ছ’দফা ভোট হয়ে গেলেও এখনও বাকি দুই দফা। তবে প্রথম থেকেই জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল-বিজেপি উভয় দল। দু’দলেরই দাবি, কার্যত নিশ্চিহ্ন হয়ে যাবে প্রতিপক্ষ। কিন্তু কে বসবে বাংলার মসনদে তা ঠিক করবে আমজনতা। ২ মে ভোটবাক্স খুললেই স্পষ্ট হবে, কোন দলের প্রতি আস্থা রেখেছেন সাধারণ মানুষ। যদিও তার আগে এখনও বাকি রয়েছে দু’দফার ভোট। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার একটি ছবি টুইট করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে দেখা যায়, মাঠে একটি ফুটবল। উপরে ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিটের উল্লেখ রয়েছে। নিচে লেখা, “বিজেপি উইন-টিএমসি লস্ট।” পাশে লেখা, “খেলা শেষ”।
টুইটটি করার পরই দিলীপ ঘোষকে ধন্যবাদ জানান বিজেপির বহু কর্মী-সমর্থক। তবে বিরোধীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, খেলা শেষ, তা কী করে জানলেন দিলীপ? কেউ আবার পরামর্শ দিয়েছেন, খেলার কথা না ভেবে, করোনা (Coronavirus) পরিস্থতি নিয়ে ভাবুন।প্রয়োজনে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্তের দিকে এগোন। দু’দফা ভোট বাকি থাকাকালীন হঠাৎ কেন এমন পোস্ট করলেন বিজেপি সাংসদ? সেই প্রশ্ন ভাবাচ্ছে ওয়াকিবহল মহলকেও।
— Dilip Ghosh (@DilipGhoshBJP) April 22, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.