Advertisement
Advertisement

Breaking News

কান্দিতে অধীরকে মিছিল করতে বাধা, প্রতিবাদে থানায় অবস্থান বিক্ষোভ কংগ্রেসের

কলকাতায় কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ কংগ্রেসের।

Bengal poll violence: Cong leader Adhir Chowdhury’s Panchayat campaign thwarted
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 7, 2018 2:33 pm
  • Updated:June 12, 2019 3:58 pm  

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: পঞ্চায়েতের মনোনয়ন পর্বে সন্ত্রাসের অভিযোগে জনস্বার্থ মামলা করে জিতেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মনোনয়ন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টে। কিন্তু, মুর্শিদাবাদের কান্দিতে মিছিল করতে পারলেন না খোদ প্রদেশ কংগ্রেস সভাপতিই। শনিবার সকালে কান্দিতে অধীর চৌধুরির নেতৃত্বে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন কংগ্রস প্রার্থীরা। অভিযোগ, মাঝপথে মিছিলটিকে আটকায় তৃণমূল কর্মী-সমর্থকরা। কোনও কথা না বাড়িয়ে ফিরে যান অধীর চৌধুরি। পরে অনুগামীদের নিয়ে কান্দির সামনে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। এদিকে শনিবার কলকাতায় কমিশনের দপ্তরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিকের গাড়ি আটকানোর চেষ্টা হলে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। আহত হন মনোজ চক্রবর্তী-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা।

[বাঁকুড়ায় মনোনয়ন জমা দিতে এসে আক্রান্ত বামেরা, হেলমেট পরা দুষ্কৃতীদের হামলা]

Advertisement

বিডিও অফিসে মনোনয়নকে পেশ করাকে ঘিরে তুমুল অশান্তি ছড়িয়েছে রাজ্যে। তাই এবার এসডিও অফিসে মনোনয়ন জমার নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার থেকে গোটা রাজ্যে এসডিও অফিসগুলি মনোনয়ন জমা নেওয়া কাজও শুরু হয়ে গিয়েছে। ব্যতিক্রম নয় মুর্শিদাবাদও। এদিন কান্দিতে মিছিল করে এসডিও অফিসে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন কংগ্রেস প্রার্থীরা। মিছিলের নেতৃত্বে ছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী স্বয়ং। অভিযোগ, স্কুল মোড়ের কাছে মিছিল আটকান তৃণমূলের কর্মী-সমর্থকরা। অধীর চৌধুরিকে স্পষ্ট বলে দেওয়া হয়, এসডিও অফিসে তিনি যেতে পারবেন না। শাসকদলের কর্মীদের আক্রমনাত্মক মেজাজ দেখে আর কথা বাড়াননি অধীর। মাঝপথে মিছিল ছেড়ে চলে যান তিনি। ঘটনার প্রতিবাদে অনুগামী কান্দি থানায় মিনিট পনেরো অবস্থান বিক্ষোভ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

[মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র মহম্মদবাজার, মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা]

এদিকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগে কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিকদের গাড়ি ঘেরাও করার চেষ্টা করেন দলের নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে বিক্ষোভাকারীদের ধস্তাধস্তি। অল্প বিস্তর আহত হয়েছেন মনোজ চক্রবর্তী-সহ কংগ্রেস প্রথমসারির বেশ কয়েকজন নেতা। মহিলারাও আহত হয়েছেন বলে কংগ্রেসের অভিযোগ। আহত বিধায়ক মনোজ চক্রবর্তীকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আহত কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী
আহত কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী

[এসডিও অফিসের সামনে হাজার তিনেক মানুষের লাইন, কাঠগড়ায় তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement