Advertisement
Advertisement

Breaking News

TMC MLA Madan Mitra speeches like Anubrata Mandal

Bengal Panchayat Election: কেন্দ্রীয় বাহিনীকে গুড়-বাতাসা দেওয়ার নিদান, অনুব্রতর সুরে সুর মেলালেন মদন

গুড়-বাতাসা বলতে ঠিক কী বোঝালেন তৃণমূল বিধায়ক, উঠছে সেই প্রশ্ন।

Bengal Panchayat Election: TMC MLA Madan Mitra speeches like Anubrata Mandal । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 5, 2023 11:26 pm
  • Updated:July 5, 2023 11:26 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: এবার অনুব্রত মণ্ডলের সুরে গুড়-বাতাসার নিদান দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এর আগে ভোটে গুড় বাতাসার কথা শোনা যেত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর গলায়। বুধবার ময়নাগুড়ির দোমোহনির ভোট প্রচারের মঞ্চ থেকে গুড়-বাতাসার কথা শোনা গেলো কামারহাটির বিধায়কের গলায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসলে তাঁদের গুড়-বাতাসা দিয়ে আপ্যায়ন করতে বললেন মদন মিত্র।

পঞ্চায়েতের প্রচারে মঙ্গলবার থেকে ময়নাগুড়িতেই রয়েছেন মদন মিত্র। ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রথম দিনের প্রচার কর্মসূচি শুরু করেন। বুধবার ময়নাগুড়ি ব্যাঙকান্দি কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মদন মিত্র। দোমোহনী সভাস্থলে উপস্থিত মহিলা এবং তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে মদন মিত্র বলেন, “এই গরমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যদি ক্লান্ত হয়ে আপনাদের কাছে এসে জল চায় তবে আপনারা গুড়, বাতাসা, মিষ্টি, জল দেবেন। সঙ্গে রুটিও দেবেন। কিন্তু তাদেরকে বলে দেবেন ভোটটা আমরা তৃণমূলকেই দেব।”

Advertisement

[আরও পড়ুন: ‘পটাশপুরে বিজেপি কর্মীর চোখ নষ্টের মামলায় লঘু ধারা কেন?’, পুলিশকে প্রশ্ন হাই কোর্টের]

পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনী নিয়ে জলঘোলা কম হয়নি। তারই মাঝে মদন মিত্রের এই কথা নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। গুড়-বাতাসা বলতে ঠিক কী বোঝালেন তিনি, স্বাভাবিকভাবেই উঠছে সেই প্রশ্ন।

[আরও পড়ুন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে প্রাক্তন বিচারপতি, ফের বেনজির সিদ্ধান্ত রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement