Advertisement
Advertisement

Breaking News

Sister in law of deceased TMC worker won in Basanti

Bengal Panchayat Election: বিষাদের মাঝে আনন্দ, বাসন্তীতে জয়ী নিহত তৃণমূল কর্মীর বউদি

দেওরের মৃত্যুর সুবিচারের দাবি জয়ী তৃণমূল প্রার্থীর।

Bengal Panchayat Election: Sister in law of deceased TMC worker won in Basanti | Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 11, 2023 10:06 pm
  • Updated:July 11, 2023 10:06 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের দিনই ঘটেছিল অঘটন। বোমার ঘায়ে প্রাণ গিয়েছিল বাড়ির ছেলের। এখনও শোকস্তব্ধ পরিবার। বিষাদের মাঝেই সুখবর। জয়ী নিহত যুবকের বউদি। ভোট হিংসায় নিহত দেওরের মৃত্যুর সুবিচারের দাবি করেন জয়ী তৃণমূল প্রার্থী।

গত ৮ জুলাই, শনিবার ভোট (Bengal Panchayat Election 2023) চলাকালীন বাসন্তী থানার ফুলমালঞ্চ পঞ্চায়েতের ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩ ও ১১৩ নম্বর বুথের মধ্যে এবং বুথের সামনে মুড়ি-মুড়কির মতো বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। সেই হামলার মুখে পড়ে প্রাণ ভয়ে পালিয়ে যান ভোটাররা। বোমার আঘাতে মৃত্যু হয় আনিসুর ওস্তাগারের।

Advertisement

[আরও পড়ুন: ‘নো ভোট টু মমতা এখন নাউ ভোট ফর মমতা’, ‘তৃণমূলে নবজোয়ারে’ উচ্ছ্বসিত অভিষেক]

সেই আনিসুরের বউদি রোকেয়া ওস্তাগার। বাসন্তীর ফুলমালঞ্চের ১০৩ নম্বর বুথের তৃণমূল প্রার্থী। ভোটে জিতে আনন্দিত তিনি। তবে দেওরের আকস্মিক প্রাণহানি এখনও কুড়ে কুড়ে খাচ্ছে তাঁকে। নিহত তৃণমূল কর্মীর দাদা জানান, ভাইয়ের মৃত্যুতে খুবই দুঃখিত। তবে তাঁর স্ত্রী এলাকার উন্নয়নের জন্য যতটা সম্ভব কাজ করবেন বলেই আশ্বাস তাঁর। সাধারণ মানুষের উন্নতিতে, এলাকার উন্নয়নেই যে ভোটে দাঁড়ানো তাঁর, তা জানান প্রার্থী। তাঁর দেওরের আকস্মিক মৃত্যুরও সুবিচার দাবি করেন তিনি।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: পঞ্চায়েতের ফলপ্রকাশের মাঝে ময়নায় তীব্র বিস্ফোরণ, উড়ল বৃদ্ধের হাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement