সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Vote 2023) আগে আইনি বিপাকে নওশাদ সিদ্দিকি। ভাঙড়ে তৃণমূল কর্মী রাজু নস্কর খুনে আইএসএফ বিধায়ক-সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা রুজু। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানায় মামলা দায়ের হয়েছে। নওশাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২-সহ আরও একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রাজনীতির লড়াইতে না পেরে আইনি পথে বিপাকে ফেলার চেষ্টা করছে রাজ্যের শাসকদল দাবি নওশাদ সিদ্দিকির।
মনোনয়ন পর্ব জমার শেষ দিনে ভাঙড়ে তীব্র অশান্তির পরিবেশ তৈরি হয়। বোমাবাজি হয়। এলাকার বেশ কয়েকটি বাড়ি, দোকান ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। তাতে মোট এক আইএসএফ এবং দু’জন তৃণমূল কর্মী-সহ তিনজনের মৃত্যু হয়। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানার মামলা রুজু হয়। প্রত্যেকের বিরুদ্ধে খুন, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
পঞ্চায়েত নির্বাচনের জন্য ব্যস্ত রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তারই মাঝে আইনি জটিলতা নিয়ে অবশ্য চিন্তাভাবনা করতে নারাজ তিনি। নওশাদের দাবি, রাজনীতির লড়াইতে না পেরে আইনি পথে বিপাকে ফেলার চেষ্টা করছে রাজ্যের শাসকদল। আইনি পথে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে মনোনয়ন অশান্তিতে নিহত আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লা খুনে আরাবুল ইসলাম, তাঁর ছেলে হাকিমুল-সহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.