সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ফি মাসে আয় এক লাখের বেশি। তাই প্রার্থী কোটিপতি। গ্রামীণ ভোটে পুরুলিয়া জেলা পরিষদের ৩২ নম্বর আসনে তৃণমূল প্রার্থী স্বপন বেলথরিয়া জমা করা মনোনয়নপত্রের সঙ্গে প্রদেয়ঘোষণাপত্রে তিনি নিজেই যা সম্পত্তির বিবরণ দিয়েছেন তাতে কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ঘোষণাপত্র অনুযায়ী সম্পত্তি ১ কোটি ২৭ লক্ষ ৭২ হাজার টাকার। সেই সঙ্গে তাঁর স্ত্রীর তো আলাদা সম্পত্তি রয়েইছে। ওই ঘোষণাপত্র মোতাবেক ২৪ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রামীণ ভোটে এহেন কোটিপতি তৃণমূল প্রার্থীকে ঘিরে পুরুলিয়ায় জল্পনার শেষ নেই। কারণ এই জেলায় ত্রি-স্তর পঞ্চায়েতে তিনি ছাড়া আর কেউ কোটিপতি প্রার্থী নেই। তাঁর কথায়, “আমার ইনকাম ট্যাক্সের ফাইলে যা আছে সেটাই দেখানো রয়েছে। “
স্বপন বেলথরিয়া রাজ্য তৃণমূলের অন্যতম সম্পাদক। কাশীপুরের প্রাক্তন বিধায়ক। গত বিধানসভা নির্বাচনে তিনি সাত হাজারের বেশি ভোটে বিজেপির কাছে হেরে যান। তিনি তাঁর ঘোষণাপত্রে জানিয়েছেন, তিনি একজন ব্যবসায়ী। কিন্তু হাতে তার নগদ অর্থ মাত্র ১২ হাজার টাকা। ব্যাংকে গচ্ছিত অর্থ এবং ব্যাংক ছাড়া অন্য আর্থিক সংস্থায় গচ্ছিত অর্থের পরিমাণ ১০ লক্ষ টাকা। এছাড়া তার করাত কল রয়েছে। ঘোষণাপত্রে এই সম্পত্তির বিবরণ দেখানো হয়েছে ১০ লক্ষ। এছাড়া এলআইসি এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ মিলিয়ে পাঁচ লক্ষ টাকা। তাঁর মোট ২০ লক্ষ টাকা মূল্যের তিনটে গাড়ি রয়েছে। স্করপিও, পিকআপ ভ্যান একটি করে ও টাটা এসি দুটি। সোনার পরিমাণ মাত্র ১০ গ্রাম। যার মূল্য ৬০ হাজার টাকা দেখানো রয়েছে। তবে স্ত্রীর ৫০ গ্রাম সোনার অর্থ মূল্য সাড়ে তিন লক্ষ টাকা। তার বাজার দর ২৭ লক্ষ টাকা। একইভাবে তার স্ত্রীর জমি রয়েছে। তার পরিমাণ ৭ লাখ।
এই প্রার্থীর যে বাড়ি রয়েছে তার পরিমাণ ওই ঘোষণাপত্রে দেখানো হয়েছে ৫৫ লক্ষ। স্ত্রীর ৬০০ বর্গ ফুট বাড়ির জন্য বাজারদর তিনি দেখিয়েছেন ৭ লক্ষ টাকা। ওই ঘোষণাপত্রে নির্ভরশীল অংশটি ‘না’ রয়েছে। অর্থাৎ প্রার্থীর ওপর একান্ত নির্ভরশীল কেউ নন। দেনার বিবরণ দেখানো রয়েছে দু’লক্ষ টাকা। কোটিপতি প্রার্থীর বিষয়ে বিজেপির জেলা সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের ২৪ নম্বর আসনে লড়াই করা বিবেক রাঙ্গা বলেন, “উনি যে কোটিপতির কথা স্বীকার করেছেন। সেটা সবই খাতায়-কলমে, সাদা টাকা। ওই প্রাক্তন বিধায়কের কাছে প্রচুর কালো টাকা রয়েছে। এই বিষয়গুলো ইডি- সিবিআই দেখবে।”
কোটিপতি স্বপন
নগদ অর্থ : ১২ হাজার টাকা
ব্যাংকে: ১০ লক্ষসটাকা
অন্যান্য বিনিয়োগ: পাঁচ লক্ষ টাকার
গাড়ি সমূহ : ২০ লক্ষ টাকা
অলংকার: ৬০ হাজার টাকা
জমি: ২৭ লক্ষ টাকা
বাড়ি: ৫৫ লক্ষ
বার্ষিক আয়: ১৬ লক্ষ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.