ধীমান রায়, কাটোয়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার বোমা-বারুদ উদ্ধার হচ্ছে। শনিবার সকালেই বোমা বাঁধতে গিয়ে প্রাণ গিয়েছে এক যুবক। এবার এদিন বিকেলেই পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় উদ্ধার হল বিপুল পরিমাণ বোমার মশলা। শনিবার কাটোয়ার অর্জুনডিহি গ্রামে হিজাবুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির গায়েই তাঁদের গোয়াল ঘর থেকে ১০ কেজি বোমার মশলা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে দু’ রাউন্ড গুলি সমেত একটি কার্বাইন। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কাটোয়ার (Katwa) মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে আমরা ওই গ্রামে অভিযান চালাই। অভিযান চালিয়ে বোমার মশলা এবং গুলি সহ কার্বাইন উদ্ধার করা হয়েছে। একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত করা হয়েছে। কী উদ্দেশ্যে ওই বোমার মশলা ও কার্বাইন মজুত রাখা হয়েছিল খতিয়ে দেখা হচ্ছে।” তবে পুলিশ জানায় হিজাবুল শেখ পলাতক।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া থানার অর্জুনডিহি গ্রামের বাসিন্দা হিজাবুল শেখের বাড়ির গায়েই তাঁদের গোয়ালঘর। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে অভিযান চালায় পুলিশ। ওই গোয়ালঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমার মশলা। প্লাস্টিকের একটি ড্রামের মধ্যে একাধিক প্লাস্টিকের ব্যাগে ছিল বোমা তৈরির একাধিক ধরনের মশলা। পাশাপাশি দু’টি গুলি-সহ একটি কার্বাইনও উদ্ধার হয়।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অশান্ত মুর্শিদাবাদ। বেলডাঙায় বোমা বাঁধার কাজ চলার সময় মৃত্যু এক যুবকের। মৃতের নাম আলিম শেখ। ভোটের (WB Panchayat Poll) সময় এলাকায় সন্ত্রাস তৈরির উদ্দেশে ওই বোমা তৈরি হচ্ছিল বলে দাবি এলাকাবাসীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.