Advertisement
Advertisement

Breaking News

Farakka's two people of a family contest in Panchayat Election

Bengal Panchayat Election 2023: ভোটযুদ্ধে মামা-ভাগ্নে, একে অপরকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে জনসংযোগে ব্যস্ত দুই প্রার্থী

কে শেষ হাসি হাসবেন, সেটাই দেখার।

Bengal Panchayat Election 2023: Farakka's two people of a family contest in Panchayat Election । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 28, 2023 11:13 pm
  • Updated:June 28, 2023 11:13 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: ‘তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’, মহাভারতের মামা কংসকে বধ করেছিল ভাগ্নে কৃষ্ণ। এবার ভোটযুদ্ধে দোর্দণ্ডপ্রতাপ মামাকে পরাজয়ের চ্যালেঞ্জ ভাগ্নের। ক্ষমতা ধরে রাখার জোর লড়াই শুরু করেছেন মামা। অপরদিকে ভাগ্নের পণ মামার পরাজয় সুনিশ্চিত করা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের দফরপুর গ্রামপঞ্চায়েতে মামা-ভাগ্নের ভোটযুদ্ধ সকলের নজর কেড়েছে।

মামা মঞ্জুর আলি। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। দফরপুর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান। দু’বার পঞ্চায়েত সদস্য হয়ে প্রধান হয়েছিলেন। আসন সংরক্ষণের জন্য স্ত্রী শরিফা বিবিকে প্রার্থী করে প্রধান পদে বসিয়েছিলেন। এবার দুর্নীতির অভিযোগে বিদায়ী প্রধান শরিফা বিবিকে মনোনয়ন দেয়নি তৃণমূল কংগ্রেস। প্রার্থী হয়েছেন মামা মঞ্জুর আলি। অপরদিকে ভাগ্নে এহেসান আলি সেন্টু। দফরপুর অঞ্চল কংগ্রেস সভাপতি। ভাগ্নের স্ত্রী সাহানা সুলতানা দু’বার পঞ্চায়েত সদস্যা। এবার তিনি ২০৩ নম্বর বুথের ১৩ নম্বর সংসদে কংগ্রেস প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থী মামা মঞ্জুর আলিকে পরাজয়ের পণ করে চ্যালেঞ্জ ছুঁড়ে কোমড় বেঁধে নেমেছেন ভাগ্নে এহেসান আলি। অপরদিকে ভাগ্নের ভোট যুদ্ধে দোর্দণ্ডপ্রতাপ মামা মঞ্জুর আলি বেশ কিছুটা বেকায়দায় পড়েছেন। পরাজয়ের আশঙ্কায় রাজনৈতিক বাকবিতণ্ডা ভুলে ভাগ্নেকে ব্যক্তি আক্রমণে নেমেছেন।

Advertisement

[আরও পড়ুন: ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কয়লা মাফিয়া রাজু ঝা খুনে গ্রেপ্তার ২ ‘শার্প শুটার’]

মামাকে পাগলের সঙ্গে তুলনা করে ভাগ্নে এহেসান আলি এবার জোর জনসংযোগে নেমেছেন। মামা-ভাগ্নের ভোট ময়দানে জোর লড়াইয়ে সাধারণ ভোটাররা উপভোগ করছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী মামা মঞ্জুর আলি বলেন, “দফরপুর অঞ্চলের মানুষ অত বোকা নয় যে সমাজবিরোধীদের ভোট দেবেন। এলাকার মানুষ তাঁকে (ভাগ্নে এহেসানকে) মাটিতে মিশিয়ে দেবেন৷”

মামাকে পাগল বলে আক্রমণ করে ভাগ্নে এহেসান আলি জানান, “২০ বছরের মামার রাজত্ব এবার শেষ করে দেব, চ্যালেঞ্জ দিয়ে বলছি৷ দু’বার পঞ্চায়েত সদস্য হয়ে মঞ্জুর আলি একবার প্রধান হয়েছেন। দুবার উনার স্ত্রী প্রধান ছিলেন। দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মঞ্জুর আলি স্ত্রী শরিফা বিবিকে মনোনয়ন দেয়নি। মামা মঞ্জুর আলি নিজে একজন সমাজবিরোধী। বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ে জেল খেটেছেন। পরাজয়ের আশঙ্কায় রাজনৈতিক সৌজন্য ভুলে পাগলের প্রলাপ বকছে। দফরপুরে এবার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মামা মঞ্জুর আলির রাজত্ব খতম করব এটাই পণ।” ভোটযুদ্ধে দফরপুরে মামা-ভাগ্নের প্রশ্নবানে লড়াই জমে উঠেছে। এখন দেখার বিষয় দফরপুরের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল প্রার্থীর রাজত্ব খতম করতে পারে কিনা ভাগ্নে! এই জবাব পেতে অধীর অপেক্ষায় ১১ জুলাই ভোটগণনার দিকে তাকিয়ে সবাই।

[আরও পড়ুন: হিন্দু পরিচয়ে বিয়ে, স্ত্রীকে ধর্ষণে মদত, আদ্রার TMC নেতা খুনের মূলচক্রীর কীর্তিতে হতবাক পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement