Advertisement
Advertisement
Drone surveilance at Bhangar

Bengal Panchayat Election 2023: স্ক্রুটিনিতে ড্রোন ওড়াল মনোনয়নে ‘দর্শক’ পুলিশ, এখনও থমথমে ভাঙড়

মনোনয়নে 'নীরব' পুলিশ কেন স্ক্রুটিনি পর্বে এত তৎপর, প্রশ্ন বিরোধীদের। 

Bengal Panchayat Election 2023: Drone surveillance at Bhangar, cops on high alert । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 17, 2023 2:27 pm
  • Updated:June 17, 2023 3:46 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Poll) মনোনয়ন পর্বে রক্ত ঝরেছিল ভাঙড়ে। প্রাণহানি, গাড়ি-দোকানে অগ্নিসংযোগ, বিডিও কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনাও ঘটে। অশান্তি সত্ত্বেও পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ ওঠে। তবে স্ক্রুটিনি পর্বে ভাঙড়ে ভিন্ন ছবি। ড্রোন ওড়াল পুলিশ।

বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার কার্যত যুদ্ধক্ষেত্রের রূপ নেয়। দফায় দফায় বোমাবাজি, অগ্নি সংযোগের মতো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অশান্তির আতঙ্ক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ভাঙড়। শনিবারও থমথমে গোটা এলাকা। আর তারই মাঝে নির্দিষ্ট সময়মতো ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিওর কার্যালয়ে মনোনয়ন স্ক্রুটিনির কাজ চলছে। উপস্থিত হন প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা।

Advertisement

[আরও পড়ুন: বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে চোখে চুন! শীতলকুচিতে তৃণমূল প্রার্থীকে ‘অত্যাচার’]

বিডিও কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। অযথা জটলা যাতে কেউ না করে, সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে। দফায় দফায় পুলিশের তরফে চলছে মাইকিং। অশান্তিপ্রবণ এলাকায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশবাহিনী টহল দেয়। নামানো হয়েছে ব়্যাফ। কেউ কোথাও অবৈধ জমায়েত কিংবা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে কিনা, তা জানতে পুলিশের তরফে ওড়ানো হয়েছে ড্রোনও। মনোনয়নে ‘নীরব’ পুলিশ কেন স্ক্রুটিনি পর্বে এত তৎপর, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। 

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ISF-BJP ‘আঁতাঁত’, গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে নওশাদকে তীব্র আক্রমণ তৃণমূলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement