Advertisement
Advertisement
Bengal Panchayat Election 2023

Bengal Panchayat Election 2023: ভোটের আগে বাড়তি অক্সিজেন, বিনা যুদ্ধে গ্রাম পঞ্চায়েতের ২ আসনে জয়ী সিপিএম

পূর্ব বর্ধমান জেলা সিপিএমের তরফে তাঁদের অভিনন্দন জানানো হয়েছে।

Bengal Panchayat Election 2023: CPM won 2 seats of Gram Panchayat without opposition । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 18, 2023 2:08 pm
  • Updated:June 18, 2023 3:28 pm  

সৌরভ মাজি, বর্ধমান: নজিরবিহীন। রাজ্যের ক্ষমতাসীন দলই যেন ওয়াকওভার দিল বিরোধীদের। শাসকদল তৃণমূল বিনা যুদ্ধে ২টি আসন কার্যত তুলে দিল সিপিএমের হাতে। পূর্ব বর্ধমানের রায়না ১ ও ২ ব্লকের গ্রাম পঞ্চায়েতের ২টি আসন কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন সিপিএমের প্রার্থীরা।

শনিবার ছিল মনোনয়নের স্ক্রুটিনি। স্ক্রুটিনির পর দেখা গিয়েছে রায়না ১ ব্লকের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের ৭/৯৮ নম্বর আসনে (বুথ নম্বর ৯৮) ইসমাইল মোল্লা এবং রায়না ২ ব্লকের পাঁইটা ২ গ্রাম পঞ্চায়েতের ১/১ নম্বর আসনে (বুথ নম্বর ১৯১) সবিতা মাথুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। দু’জনই সিপিএম প্রার্থী। পূর্ব বর্ধমান জেলা সিপিএমের তরফে সামাজিক মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই দুই প্রার্থীকে ভোটে (Panchayat Poll) জয়ের অভিনন্দন জানিয়ে পোস্টও করা‌ হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর’, ফিল্মি কায়দায় বিরোধীদের হুঁশিয়ারি মদন মিত্রের]

জানা গিয়েছে, শ্যামসুন্দর পঞ্চায়েতের আসনটি অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত। এই আসনে তৃণমূল প্রার্থী করেছিল চাঁদ মহম্মদ মল্লিককে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতিগত শংসাপত্র তৃণমূল প্রার্থী জমা দিতে পারেনি। স্বাভাবিকভাবে শনিবার মনোনয়নপত্র পরীক্ষার পরে তা বাতিল হয়ে যায়। ওই আসনে একমাত্র প্রার্থী হিসেবে রয়ে গেলেন সিপিএমের ইসমাইল মোল্লা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে চলেছেন তিনি। অন্যদিকে, পাঁইটা-২ গ্রাম পঞ্চায়েতের ওই আসনটি অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য সংরক্ষিত। তৃণমূলের তরফে ওই আসনে অনগ্রর শ্রেণির পুরুষের নাম রাজ্য থেকে তালিকায় পাঠানো হয়েছিল।

আবার তৃণমূলের গোঁজ প্রার্থী হিসেবে নির্দল যিনি মনোনয়ন জমা দিয়েছিলেন তিনিও পুরুষ। স্বাভাবিক কারণে ওই আসনে সিপিএম প্রার্থীই একমাত্র বৈধ হিসেবে থেকে গেলেন বলে জানিয়েছে সিপিএম। দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মির্জা আখতার আলি জানান, ২০১১ সালের পর থেকে ওই দু’টি গ্রাম-সহ রায়নার বিভিন্ন গ্রামে পা পর্যন্ত রাখতে পারেননি। একটা কঠিন সময়ে দু’টি আসনে তৃণমূল প্রার্থী দিতে পারল না। এই ঘটনা দলের কর্মীদের উৎসাহিত করবে। তৃণমূলের ওই রায়না ১ ব্লকের সভাপতি বামদেব মণ্ডল বলেন, “জাতিগত শংসাপত্র নিয়ে সমস্যা হয়েছে।” তৃণমূলের রায়না-২ ব্লকের সভাপতি অসীম পাল বলেন, “মনোনয়নের দিন সকালে প্রার্থী তালিকা পেয়েছি। খতিয়ে দেখার সময় পায়নি। একদিনও সময় পেলে অনগ্রসর শ্রেণির শংসাপত্র-সহ প্ৰাৰ্থী মনোনয়নে কোনও অসুবিধা হত না।”

[আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে ভোট করালে জ্বলবে বাড়ি! হুমকি পোস্টার ঘিরে শোরগোল মুর্শিদাবাদে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement