ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের পথে ক্রমেই এগিয়ে চলেছে বাংলা। দু’বছর কেটে যাওয়ার পর বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে চলেছেন বিশেষজ্ঞরা। কারণ এখনও পুরোপুরি বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টাতেই যেমন সামান্য বাড়ল পজিটিভিটি রেট। তবে গত কয়েক দিনের মতো শনিবারও করোনায় মৃত্যুহীন বাংলা।
রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৫ জন। গতকালের তুলনায় টেস্টিং কমলেও সামান্য বাড়ল সংক্রমিতের সংখ্যা। তাতেই দৈনিক পজিটিভিটি বেড়ে হল ০.৩৫ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৯৩ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে রাজ্যে কোনও প্রাণহানি ঘটেনি। তবে সব মিলিয়ে এ রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৩ জন।
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩৫ জন। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ৩৫৯ জন। হাসপাতালে ভরতি ১৯ জন করোনা আক্রান্ত। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৭ হাজার ৫১২ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ৩৭৮ জন।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৯ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫২ লক্ষ ৩৭ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৫১ হাজার ৫৯৬ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.