Advertisement
Advertisement

Breaking News

উত্তরপ্রদেশ ও বিহার থেকে দেহ ভেসে এলে সৎকার করবে রাজ্য সরকার, মালদহের গঙ্গায় শুরু নজরদারি

মালদহে গঙ্গায় নামানো হয়েছে ডুবুরি।

Bengal govt keeps eye on river near Malda fearing dead bodies may flow downstream | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 13, 2021 11:42 am
  • Updated:May 13, 2021 11:42 am  

বাবুল হক, মালদহ: উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় করোনায় মৃতদের দেহ ভাসার ছবি ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। গঙ্গায় ভাসতে ভাসতে সেইসব দেহ যাতে বাংলাতে ঢুকতে না পারে, সেবিষয়ে তৎপর হল রাজ্য প্রশাসন। দেহ ভেসে এলে তা সৎকার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

ঝাড়খণ্ডের সীমানা ছাড়িয়ে মালদহের মানিকচকে বইছে গঙ্গা। ফলে দেহ বাংলায় ঢুতে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই কারণেই বৃহস্পতিবার সকাল থেকে কোভিডে (COVID-19) মৃতদের দেহের খোঁজে নৌকো নিয়ে মালদহের (Maldah) মানিকচক ঘাটে টহলদারি শুরু করেছে মালদহের পুলিশ, প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা। উত্তরপ্রদেশের বন্যার জল অন্তত পাঁচ দিন পর গড়িয়ে আসে মালদহের মানিকচকে। ফলে উত্তরপ্রদেশ থেকে গঙ্গায় ভেসে দেহ এলে তা বৃহস্পতিবার অথবা শুক্রবার মালদহের মানিকচক এলাকায় পৌঁছতে পারে। এমনটাই আশঙ্কা জেলা প্রশাসনের। ভেসে আসা দেহের খোঁজে তাই আজ, বৃহস্পতিবার সকাল থেকেই নৌকায় টহলদারি শুরু করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘সংবিধান মেনেই কাজ করছি’, শীতলকুচি সফরের আগে মুখ্যমন্ত্রীকে কড়া জবাব রাজ্যপালের]

বুধবার সন্ধেয় মানিকচক থানার আইসি রঞ্জিত বিশ্বাস বলেন, ‘‘আমাদের নৌকা এবং বাহিনি প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই গঙ্গায় টহলদারি শুরু করা হবে। কোভিড দেহ পেলে তা উদ্ধারের পর পাঁচ ফুট গর্ত করে পুঁতে দেওয়া হবে।’’ যদিও মানিকচকের বিডিও জয় আমেদ এই বিষয়ে সুস্পষ্ট কোনও মন্তব্য করতে চাননি। সোমবার ও মঙ্গলবার উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় প্রায় শতাধিক কোভিড রোগীর পচাগলা মৃতদেহ ভাসতে দেখা যায়। করোনা পরিস্থিতিতে দেহগুলি সৎকার কর‍তে না পেরে নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলেই অনুমান পুলিশের। এবার সেই আতঙ্ক তাড়া করছে বাংলাকে। জানা গিয়েছে, মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্রকে এই বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। গঙ্গার মানিকচক ঘাট ঝাড়খণ্ড-লাগোয়া। একপাড়ে মালদহ। অন্যপাড়ে রাজমহল। প্রতিদিন লঞ্চে কয়েকশো মানুষ নদীপথে বিহার-ঝাড়খণ্ডে যাতায়াত করেন। মানিকচক থানার পুলিশ জানিয়েছে, নবান্নের নির্দেশ মেনে মানিকচক ঘাটে বেশকিছু নৌকো প্রস্তুত রাখা হয়েছে। জলপথে চালানো হবে নজরদারি। যাতে কোনওভাবে দেহগুলি ভাসতে ভাসতে এদিকে আসতে না পারে, তার জন্য আগে থেকেই তৎপর থাকবে সংশ্লিষ্ট থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement