Advertisement
Advertisement
পোস্টাল ব্যালট

পোস্টাল ব্যালটে ৩ কেন্দ্রে জয় বিজেপির, তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ

শাসকদলের বিরুদ্ধে ভোট দিয়েছেন সরকারি কর্মীরা।

Bengal bypolls 2019: BJP wins all three seats in postal ballots

ফাইল ছবি

Published by: Subhamay Mandal
  • Posted:November 29, 2019 11:18 am
  • Updated:November 29, 2019 11:21 am  

রাহুল চক্রবর্তী: হেরেও জয় পেল বিজেপি! তবে ইভিএমে নয়, পোস্টালে। তিন কেন্দ্রেই পোস্টাল ব্যালটের ভোটে তৃণমূলকে হারাল কেন্দ্রের শাসকদল।
বৃহস্পতিবার খড়গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জের ফলাফলে দেখা গিয়েছে, তিন কেন্দ্রেই জয় পেয়েছে তৃণমূল। সবুজ ঝড়ে উবে গিয়েছে গেরুয়া শিবির! যে ফলাফল চিন্তার কারণ হলেও বিজেপি শিবিরকে খুশি করতে পারে পোস্টাল ব্যালট।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, করিমপুর বিধানসভা আসনে বাম-কংগ্রেসের জোট প্রার্থী গোলাম রাব্বি পোস্টাল ভোট পেয়েছেন তিনটি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় পেয়েছেন ১২টি পোস্টাল ভোট। তবে সবথেকে বেশি পোস্টাল ভোট পেয়েছেন বিজেপির জয়প্রকাশ মজুমদার। ৫৮টি। অন্যদিকে, কালিয়াগঞ্জেও রাজ্যের শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পোস্টাল ভোট। বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকারের পোস্টাল ভোট ১৫টি। সেখানে তৃণমূল প্রার্থী তপনদেব সিংহ পেয়েছেন ১১টি ভোট। আরও খারাপ অবস্থা কংগ্রেসের। জোট প্রার্থী হিসাবে ধীতশ্রী রায় পেয়েছেন মাত্র তিনটি পোস্টাল ভোট।

Advertisement

[আরও পড়ুন: উপনির্বাচনে তিনে ৩, একুশের প্রস্তুতিতে গেরুয়া শিবিরকে বড় ধাক্কা তৃণমূলের]

ভোট হয়েছিল খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রেও। সেখানেও পোস্টাল ভোটে তৃণমূলকে হারিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য বলছে, বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা পেয়েছেন ২৭টি পোস্টাল ভোট। তার ধারেকাছে নেই তৃণমূল কিংবা জোট প্রার্থী। একটু স্পষ্ট করে বললে, খড়গপুর সদরের উপনির্বাচনে পোস্টাল ভোটে ‘ওয়ান ডিজিট’ বা এক সংখ্যা অতিক্রম করতে পারেনি তৃণমূল বা জোট। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার পোস্টাল ভোট পেয়েছেন মাত্র ৪টি। আর জোট প্রার্থী হিসাবে কংগ্রেসের চিত্তরঞ্জন মণ্ডল পেয়েছেন মাত্র দু’টি পোস্টাল ভোট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement