রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রথযাত্রায় সাধারণ ভোটারদেরও অংশ গ্রহণের জন্য আবেদন জানাবে গেরুয়া শিবির। দলের রথযাত্রা কর্মসূচিকে সামনে রেখে বাড়ি বাড়ি জনসংযোগে পৌঁছে যাবেন বিজেপি নেতা-কর্মীরা। সাধারণত বাড়ির দরজায় লালঝান্ডা হাতে এভাবে বাম কর্মীদেরই দেখতে অভ্যস্ত মানুষ। জনসংযোগে এবার নরেন্দ্র মোদির দলের নেতা-কর্মীরাই কুপন হাতে অর্থ সংগ্রহে হাজির হবেন ভোটারদের দরজায়। অর্থ সংগ্রহটা উপলক্ষ মাত্র। আসলে উদ্দেশ্য বিজেপি সম্পর্কে সাধারণ ভোটারদের মন বোঝা। একইসঙ্গে রথযাত্রায় সাধারণ মানুষকেও শামিল করার চেষ্টা। বঙ্গ ব্রিগেডকে এমনই নির্দেশ বিজেপির কেন্দ্রীয় নেতাদের।
[এবার ইন্দিরা গান্ধীকেও প্রতারক বললেন প্রধানমন্ত্রী!]
৭ ডিসেম্বর কোচবিহার থেকে সূচনা হচ্ছে প্রথম রথযাত্রার। এরপর দ্বিতীয় রথযাত্রার সূচনা হবে ৯ ডিসেম্বর গঙ্গাসাগর থেকে। তৃতীয় রথ ১৪ ডিসেম্বর তারাপীঠ থেকে। তিনটি রথযাত্রারই সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র ছুঁয়ে কলকাতায় এসে মিলিত হবে তিনটি রথ। তিনটি রথই তৈরি হচ্ছে দিল্লিতে। চলতি মাসের শেষেই কলকাতায় এসে যাওয়ার কথা। এই কর্মসূচির মূল লক্ষ্য, লোকসভা ভোটকে সামনে রেখে জনসংযোগ গড়ে তোলা এবং পার্টি ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাফল্যের প্রচার। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, গুজরাত থেকে একাধিক নেতৃত্ব রাজ্যে চলে এসেছেন। অমিত শাহ ঘনিষ্ঠ গুজরাতের নেতা অমিত ঠক্কর কয়েকদিন আগেই কলকাতায় এসেছেন। বিভিন্ন জেলায় বৈঠক করছেন। বুথেও যাচ্ছেন শাহ-ঘনিষ্ঠ ভিন রাজ্যের নেতারা। রথযাত্রা কর্মসূচিকে সামনে রেখে দেওয়াল লিখন ও অন্যান্য প্রচার শুরু হয়েছে।
[‘স্ট্যাচু অফ ইউনিটি’কে পিছনে ফেলে এবার উচ্চতম রাম মূর্তি অযোধ্যায়]
২৭ নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। হাতে দলের লিফলেট নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন বিজেপি নেতা-কর্মীরা। সঙ্গে থাকবে ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার কুপন। রথযাত্রার উদ্দেশ্য, কেন্দ্রীয় সরকারের প্রচার পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইসু্যগুলি লিফলেটে তুলে ধরা হবে। এক রাজ্য নেতার কথায়, “একটা নোট একটা ভোট, এই স্লোগানকে সামনে রেখেই অর্থ সংগ্রহ। অর্থাৎ অর্থ সংগ্রহটা উপলক্ষ। ভোটটাকে সুনিশ্চিত করাই আসল উদ্দেশ্য আমাদের।” দলীয় সূত্রে খবর, রথযাত্রা কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকদের বাইরে সাধারণ মানুষকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.