Advertisement
Advertisement

ডাউন শ্রীরামপুর লোকালে ধোঁয়া, আতঙ্কে ঝাঁপ যাত্রীদের

গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটির জেরেই বিপত্তি, অনুমান ইঞ্জিনিয়ারদের৷

Belur: Smoke coming out from local train, passengers panicked

গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটির জেরেই বিপত্তি, অনুমান ইঞ্জিনিয়ারদের৷

Published by: Subhamay Mandal
  • Posted:October 4, 2018 11:33 am
  • Updated:October 4, 2018 11:44 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাউন শ্রীরামপুর লোকালে আগুন-আতঙ্ক৷ বৃহস্পতিবার সকালে বালি ও বেলুড়ের মাঝে আচমকাই ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা৷ আতঙ্কিত হয়ে পড়েন সকলে৷ প্রাণে বাঁচতে অনেকেই ট্রেন থেকে ঝাঁপ দেন৷ শেষপর্যন্ত  চেন টেনে ট্রেন থামান যাত্রীরা৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের ইঞ্জিনিয়াররা৷ গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটির জেরেই ধোঁয়া দেখা গিয়েছে বলেই অনুমান রেল আধিকারিকদের৷

[তরুণীকে যৌন হেনস্তা পরিবহণ দপ্তরের আধিকারিকের! চাঞ্চল্য বর্ধমানে]

বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়েই শ্রীরামপুর স্টেশন থেকে ছাড়ে হাওড়াগামী লোকাল ট্রেন৷ অফিস টাইমে যাত্রীর ভিড়ও ছিল যথেষ্ট৷ প্রত্যক্ষদর্শীরা জানিযেছেন,  ট্রেন যখন বালি ও বেলুড় স্টেশনের মাঝামাঝি জায়গায় পৌছয়, তখন কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা৷ অনেকেই ভাবেন হয়তো ট্রেনে আগুন লেগে গিয়েছে৷ ভয়ে মহিলা যাত্রীদের অনেকেই ট্রেন থেকে ঝাঁপ দেন৷  চেন টেনে ট্রেন থামানো হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা৷ বেশ কিছুক্ষণ ধরে চলে পরীক্ষানিরীক্ষা৷ প্রাথমিক তদন্তে আধিকারিকদের অনুমান, গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটির জেরেই ডাউন শ্রীরামপুর লোকালে ধোঁয়া বেরোতে শুরু করে৷

Advertisement

[তন্ত্রসাধনা করতে গিয়ে খুন যুবক, চাঞ্চল্য পূর্ব বর্ধমানে]

এই ঘটনার জেরে প্রায় আধঘণ্টা রেল চলাচল ব্যাহত হয়৷ দু-একটি লোকাল ট্রেন কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে৷ চলন্ত ট্রেন থেকে বেশ কয়েকজন যাত্রী ঝাঁপ দেওয়ায় অল্পবিস্তর চোট পেয়েছেন কেউ কেউ৷ তবে গুরুতর আঘাত পাননি কোনও যাত্রীই৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement