Advertisement
Advertisement

Breaking News

ভিক্ষা করে পাঁচ লক্ষ ঘরে, তবু নিশ্চিন্ত রমজান

রহস্যটা কী?

Begger In Bardhaman Have 5 Lacs In Old Currency, But Still In Mental Peace
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 9:30 am
  • Updated:June 5, 2023 6:27 pm  

সৌরভ মাজি: ঘরে কাঁড়ি কাঁড়ি টাকা৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের ঘোষণায় ঘুম উড়েছে অনেকের৷
আর বর্ধমানের রমজানের ঘরেও রয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা৷ সবটাই ভিক্ষে করে উপার্জন করা৷ পুরনো নোটই৷ কিন্তু নিশ্চিন্তেই রয়েছেন জন্মান্ধ এই ‘ভিক্ষুক’৷ শহরজুড়ে তাঁর শুভানুধ্যায়ীর সংখ্যা যে কম নয়৷ তাঁদের ভরসাতেই নতুন করে বাঁচার রসদ খুঁজে পেয়েছেন বর্ধমানের গোদার বাসিন্দা শেখ রমজান আলি৷
দু’চোখে দৃষ্টি নেই৷ বর্ধমানের সবার সহানুভূতি রয়েছে তাঁর উপর৷ যে যেমন পারেন সাহায্য করেন৷ ভিক্ষার দান নিয়ে তিলে তিলে জমিয়েছেন অর্থরাশি৷ হাজার, দু’হাজার নয়৷ প্রায় পাঁচলক্ষ টাকা৷ পুরোন ৫০০-১০০০ এর নোট৷ বাড়িতেই রাখা রয়েছে সেই অর্থরাশি৷ তবে তাঁর অবশ্য ভিক্ষাবৃত্তি কথাটায় আপত্তি রয়েছে৷ ভালবাসে বর্ধমানবাসী তাঁকে সাহায্য করে৷ সেই টাকাই তিনি জমিয়ে রাখেন৷
প্রধানমন্ত্রী পুরোনো ৫০০-১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করতেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন বছর পঞ্চাশের শেখ রমজান আলি৷ এতগুলো টাকা বাতিল হয়ে যাবে৷ কিন্তু উপরওয়ালা সহায় হলে যে কোনও মুশকিলই আসান হয়ে যায়৷ শহরে রমজানের হিতাকাঙ্ক্ষীর অভাব নেই৷ কলেজ পড়ুয়া থেকে আইনজীবী, আমলা থেকে ব্যাঙ্কের বড় কর্তা৷ সকলেই তাঁকে স্নেহ করেন৷ আর তাঁদের আশ্বাসেই নিশ্চিন্তে রয়েছেন রমজান৷ পাঁচলাখের পুরনো নোট ঘরে রেখেও নিশ্চিন্ত৷
শুভাকাঙ্ক্ষীরাই তাঁকে জানিয়েছেন, কোনও না কোনওভাবে তাঁরা সেই বাতিল নোট নতুনে বদলে দেবেন৷ নোট বাতিলের কথা ঘোষণার পর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ছুটেছিলেন পরিচিত কয়েকজন ব্যাঙ্ক আধিকারিকের কাছে৷ রমজানের কথায় “তাঁরা বলেছেন আমার নোট নতুন করতে সমস্যা হবে না, তাঁরাই সাহায্য করবেন৷” শহরে আরও অনেক হিতাকাঙ্ক্ষী রয়েছে রমজানের৷ তাঁরাও আশ্বস্ত করেছেন পুরনো নোট নতুন করে দেবেন বলে৷ যেভাবে তিল তিল করে এই টাকা রমজান জমিয়েছেন সেইভাবেই তিল তিল করে পুরনোর বদলে নতুন নোট করে দেবেন তাঁরা৷ ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরেও তাই নিশ্চিন্তে রমজান৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement