Advertisement
Advertisement

Breaking News

Becharam Manna

বিজেপিতে যোগ দিলেন বেচারাম মান্নার ‘জেঠতুতো ভাই’, আত্মীয় মানতে নারাজ তৃণমূল বিধায়ক

ফের শাসক শিবিরে ফাটল ধরতে চলেছে, ক্রমশ জোরাল হচ্ছে জল্পনা।

Becharam Manna's younger brother joins BJP ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 3, 2021 10:18 am
  • Updated:January 3, 2021 10:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার হুগলির হরিপালের বিধায়ক বেচারাম মান্নার (Becharam Manna) পরিবারেও ফুটল পদ্ম। তাঁর ‘জেঠতুতো ভাই’ যোগ দিলেন গেরুয়া শিবিরে। বিধান মান্না নামে ওই ব্যক্তি দাবি করেছেন তিনি বেচারাম মান্নার ভাই। যদিও হরিপালের বিধায়ক তাঁকে আত্মীয় বলে মানতে নারাজ। তবে কী বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে ফের শাসক শিবিরে ফাটল ধরতে চলেছে, ক্রমশ জোরাল হচ্ছে জল্পনা।

ভোটের আগে বিভিন্ন জেলায় সভা করছে বিজেপি (BJP)। চলছে যোগদান কর্মসূচি। ঠিক তেমনই শনিবার বিজেপি নেতা মুকুল রায় এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতি যোগদান কর্মসূচি ছিল। সেখানেই বিধান মান্না-সহ রতনপুর এলাকার কমপক্ষে ২০জন দলবদল করেন। জানা গিয়েছে, ওই বিধান মান্নাই হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার ‘জেঠতুতো ভাই’। সিঙ্গুর আন্দোলনে তাঁর ভূমিকা ছিল বলেই দাবি। বিজেপিতে যোগের পরই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিধান। তাঁর দাবি, অনেক ঝড়ঝাপটা সামলে তৃণমূল করলেও কোনও সুযোগ-সুবিধা পাননি। শাসকদল তৃণমূলে কোনও দাম পাননি বলেও অভিযোগ বিধানের।

Advertisement

[আরও পড়ুন: ‘ইট মারলে পাটকেল খেতে হবে’, কৃষি আইনের বিরোধিতায় জাতীয় সড়ক অবরোধের ডাক সিদ্দিকুল্লাহর]

দলবদলের ফলে কী বেচারাম মান্নার সঙ্গে পারিবারিক সম্পর্কেও ফাটল ধরবে? যদিও বিধান মান্নার দাবি তেমন সম্ভাবনা নেই। তিনি বলেন, “বেচারাম মান্নার বাড়ির সমস্ত অনুষ্ঠানে নানা দায়িত্ব পালন করি। তেমনই থাকবে আমাদের দু’জনের সম্পর্ক।” হরিপালের তৃণমূল বিধায়ক অবশ্য ‘জেঠতুতো ভাই’য়ের সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছেন। বিধান মান্নার সম্পর্কে পারিবারিক সম্পর্কের কথা মানতে নারাজ। তাঁর দাবি, “রতনপুরে মান্না পদবির অনেকেই রয়েছেন। তাঁরা সকলেই আমার আত্মীয় নন।” তাঁকে নিয়ে কুৎসা রটাতেই বিজেপি এমন প্রচার করছে বলেই দাবি তাঁর। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বেচারাম মান্নার মতবিরোধ নতুন নয়। দু’পক্ষের সংঘাত প্রায় সকলেরই জানা। তারই মাঝে বেচারাম মান্নার ‘জেঠতুতো ভাই’য়ের বিজেপিতে যোগদানের ফলে কী অন্যরকম সমীকরণ তৈরি হতে চলেছে, রাজনৈতিক মহলের অন্দরে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন।

[আরও পড়ুন: বাড়তি খরচ বন্ধ করতে বেলুড় মঠ টিকিট সংরক্ষণ কেন্দ্র ভিতর থেকে সরাতে চায় রেল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement