Advertisement
Advertisement

অসহায়দের খাবার দিয়ে কথা রাখলেন বিডিও

বাগনান রেল স্টেশন সংলগ্ন এলাকার অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলেন তিনি৷

BDO distributed foods to the poor people
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 3:31 pm
  • Updated:November 5, 2016 3:31 pm  

নিজস্ব সংবাদদাতা: কথা রাখলেন বাগনান এক নম্বর ব্লকের বিডিও ইন্দ্রাণী ভট্টাচার্য৷ মাত্র এক সপ্তাহের মধ্যে শুক্রবার নিজে উপস্থিত থেকে বাগনান রেল স্টেশন সংলগ্ন এলাকার পঞ্চাশজন অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলেন তিনি৷ তবে ইন্দ্রাণীদেবী একা নন৷ তাঁকে সাহায্য করেছেন রূপালি সরকার৷ যিনি গত ১২ বছর ধরে নিজেই ভিক্ষা করে এই নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন৷

কেউ মানসিক ভারসাম্যহীন, কেউ শারীরিকভাবে অক্ষম৷ এদের নিয়েই রূপালিদেবীর একান্নবর্তী পরিবার৷ শ্যামপুর থানার দক্ষিণ দুর্গাচক থানা এলাকার বাসিন্দা রূপালিদেবী যখন বিএ ক্লাসে পড়ছেন তখনই প্রয়াত হন তাঁর বাবা সরোজ সরকার৷ এর পর বাড়ি ছাড়তে বাধ্য করা হয় তাঁকে৷ ঘুরতে ঘুরতে ঠাঁই হয় বাগনান স্টেশনে৷ সেই থেকে এটাই হয়ে উঠেছে রূপালীদেবীর বাড়ি-ঘর৷

Advertisement

বাগনান স্টেশনের এই ঘটনার কথা সংবাদমাধ্যমে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান বিডিও ইন্দ্রাণী ভট্টাচার্য৷ এরপর নিজের উদ্যোগেই দফতরের আধিকারিকদের পাঠিয়ে রূপালিদেবীকে স্টেশন থেকে নিয়ে এসে ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়ে দেওয়ার ব্যবস্থা করেন৷ রূপালিদেবীর পরিবারের অক্ষম সদস্যদের জন্য সহায় প্রকল্পের মধ্যে অন্ন তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement