শাহজাদ হোসেন, ফরাক্কা: নিরাপত্তার অভাবে ভুগছেন কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস। পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সাগরদিঘির বিধায়ক। বুধবার মামলাটি আদালতে উঠেছে। পরবর্তী শুনানি ১৫ মে।
বিধায়ক হওয়ার পর পর্যাপ্ত নিরাপত্তা পাননি বায়রন বিশ্বাস। নিরাপত্তার অভাবে ভুগছেন তিনি। এমনই দাবি করেছেন কংগ্রেস বিধায়ক। পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে রাজ্যকে চিঠিও দিয়েছিলেন বায়রন। তাঁর দাবি, নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। উপযুক্ত নিরাপত্তা পাননি বিরোধী বিধায়ক। তাই এবার বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বায়রন।
প্রসঙ্গত, ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মুর্শিদাবাদের (Murshidabad) জনসভা থেকে দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে সাগরদিঘির (Sagardighi)প্রসঙ্গ তোলেন তিনি। হার ভুলে ফের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের উদ্দেশে অভিষেক বলেছিলেন, “সাগরদিঘির উন্নয়ন চায় রাজ্য সরকার। কাজ করতে গিয়ে সমস্যা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুক বায়রন।” তাঁর এহেন বার্তার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, কংগ্রেস বিধায়ককে কাছে টানার চেষ্টা করছে তৃণমূল (TMC)। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন বায়রনও। এরমধ্যে নিরাপত্তার দাবিতে কার্যত রাজ্যকে কাঠগড়ায় তুলে হাই কোর্টের দ্বারস্থ হলেন বায়রন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.