Advertisement
Advertisement

দেনার দায়ে আত্মঘাতী বারুইপুরের মার্বেল ব্যবসায়ী

এলাকায় শোকের ছায়া।

Baruipur trader commits suicide

ছবি: প্রতীকী

Published by: Kumaresh Halder
  • Posted:November 9, 2018 11:45 am
  • Updated:November 9, 2018 11:45 am  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দেনার দায়ে আত্মঘাতী এক মার্বেল ব্যবসায়ী৷ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি নড়িদানা এলাকার৷ পুলিশ জানিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম সুভাষ পৈলান (৩৫)৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় শ্রীহরি মার্বেল নামের একটি দোকান ছিল সুভাষের৷ ব্যবসা বাড়াতে মার্বেলের দোকান বন্ধক রেখে ঋণ নেন৷ ব্যাংকে ঋণের পরিমাণ ছিল আড়াই লক্ষ টাকার কাছাকাছি৷ কোনওক্রমে এক লক্ষ টাকা শোধ করেন৷ বাকি টাকা শোধ দিতে না পাড়ায় ঋণের দায়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন৷ ব্যবসা ঠিকঠিক চলতে থাকায় আরও ভেঙে পড়েন ওই ব্যক্তি৷ ব্যাংকের তাগাদা ও ব্যবসায় মন্দা দেখা দেওয়ার কারণে বৃহস্পতিবার গভীর রাতে নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই ব্যবসায়ী৷ পরে, সকালে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেন৷ দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে চিকিৎসকরা সুভাষ পৈলানকে মৃত বলে ঘোষণা করেন৷ ব্যবসায়ীর মৃত্যুর কারণ জানতে বারুইপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে৷

 

[বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ, ছাত্রীর দেহ উদ্ধারে চাঞ্চল্য পানিহাটিতে]

Advertisement

পরিবারের অভিযোগ, ঋণ মেটানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষের তরফে লাগাতার চাপ দেওয়া হচ্ছি৷ টানা না মেটালে দোকান নিলামে তোলা হবে বলেও হুমকি আসছিল বলে অভিযোগ৷ ব্যাংক কর্তৃপক্ষের লাগাতার চাপ ও পুজোর পর থেকে ব্যবসায় মন্দা দেখা দেওয়া কারণে চূড়ান্তভাবে ভেঙে পড়েন তিনি৷ সংসার চালাতেও গিয়েও চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয় ওই ব্যবসায়ীকে৷ বাজারে বেশ কিছু টাকা মহাজনি ঋণও নিয়ে ফেলেন তিনি৷ তাতে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে৷ একদিকে পরিবার চালানোর দায়, অন্যদিকে ব্যাংকের টাকা মেটাতে না পারা ও ব্যবসায় মন্দা দেখা দেওয়ার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ব্যক্তি৷

[গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু, প্রতিবাদ জানাতে পুরুলিয়া যাচ্ছেন অভিষেক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement