সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সেতু বিভ্রাট। এবার ঘটনাস্থল বারুইপুর৷ রেল ওভারব্রিজের চাঙড় ভেঙে মৃত্যু হল এক মহিলা যাত্রীর৷ দুর্ঘটনায় জখম আরও এক মহিলা যাত্রী৷ আশঙ্কাজনক অবস্থায় ওই যাত্রীকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ ভরসন্ধ্যায় ভিড়ে ঠাসা বারুইপুর রেল স্টেশনে ওভারব্রিজের চাঙড় ভেঙে পড়ায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে৷
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ট্রেন ধরার জন্য স্টেশনে ভিড় জমিয়েছিলেন যাত্রীরা৷ এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার কিছু আগেই যাত্রীদের ঘাড়ে ওভারব্রিজের চাঙড় ভেঙে পড়ে৷ মাথায় ও পিঠে গুরুতর আঘাত নিয়ে মহিলা-সহ দুই যাত্রীকে হাসপাতালে ভরতি করা হয়৷ চিকিৎসা শুরুর আগেই অসীমা প্রমানিক (৬০) নামের ওই মহিলা যাত্রীর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর৷ ছবি নস্কর নামের এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ যাত্রীদের অভিযোগ, পরিকাঠামো রক্ষণাবেক্ষণে রেল কর্তৃপক্ষের উদাসীনতার জেরেই এই দুর্ঘটনা৷ স্টেশনের উপর যাত্রীদের উপর চাঙড় ভেঙে পড়ার ঘটনায় রেলে তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে৷
[টিফিনের খরচ বাঁচিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত রোশনীর পাশে পড়ুয়ারা]
মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর যখন রাজ্যজুড়ে সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, ঠিক তখন কেন রেলের তরফে ওভারব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষার কোনও উদ্যোগ দেখাল না রেল কর্তৃপক্ষ? মাঝেরহাট বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে কোন যাত্রী সুরক্ষায় কোনও ব্যবস্থা নিল না রেল? কেন ক্ষতিয়ে দেখা হন না, কয়েক দশক আগে নির্মিত এই ওভারব্রিজ? প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ৷
[হিমালয়ের কালো ভালুকের পিত্ত পাচারচক্রের পর্দাফাঁস বনদপ্তরের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.