Advertisement
Advertisement

Breaking News

উপস্থিতির হার নগণ্য, ফর্ম ফিলাপ করতে চেয়ে কলেজে তালা ঝোলাল পড়ুয়ারা

বেনজির বিক্ষোভ ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে।

Barred students stages protest in Canning College

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 5, 2018 6:10 pm
  • Updated:February 5, 2018 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরভর ক্লাসে পড়ুয়াদের দেখা মেলেনি। কিন্তু, বিক্ষোভ দেখাতে কলেজে হাজির কয়েকশো পড়ুয়া। অধ্যাপকদের তালাবন্দি করে রেখে প্রায় ঘণ্টা দেড়েক ধরে চলল বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, যাঁদের উপস্থিতির হার পর্যাপ্ত নয়, তাঁদেরও তৃতীয় বর্ষের পরীক্ষায় ফর্ম ফিলাপ করতে দিতে হবে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ। আপাতত বিক্ষোভ প্রত্যাহার করে নিলেও, দাবি পূরণ না হলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন পড়ুয়ারা।

[স্কুল চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানি, ক্যামেরাবন্দি করল বহিরাগতরা]

Advertisement

ক্যানিংয়ে কলেজ বলতে এই বঙ্কিম সর্দার কলেজ। কলেজের পড়ুয়া প্রায় বারোশো। সোমবার ছিল তৃতীয় বর্ষ অর্থাৎ  পার্ট-থ্রি পরীক্ষার ফর্ম ফিলাপ। ফর্ম ফিলাপ করতে কলেজে হাজির হয়েছিলেন স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের পড়ুয়ারা। কিন্তু, তৃতীয় বর্ষের ৯০ শতাংশ পড়ুয়ারই উপস্থিতির হার ৬৫ শতাংশের নিচে। তাই তাঁদের ফর্ম ফিলাপ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষায় বসতে পারবেন হাতেগোনা কয়েকজন ছাত্র-ছাত্রীই। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। অধ্যাপকদের তালাবন্ধ করে বঙ্কিম সর্দার কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, সকলকেই তৃতীয় বর্ষের পরীক্ষায় বসতে দিতে হবে। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে বিক্ষোভ। কিন্তু, অধ্যক্ষ না থাকায়, পড়ুয়াদের দাবি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। শেষপর্যন্ত পড়ুয়ারা নিজেরাই বিক্ষোভ প্রত্যাহার করে নেন। কলেজে গেটে তালাও খুলে দেওয়া হয়। তবে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন, দাবি পূরণ না হলে, ফের আন্দোলনে নামবেন তাঁরা। প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুয়ায়ী, স্নাতক স্তরের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের কমপক্ষে ৬৫ শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক।

[‘শিক্ষারত্ন’ পুরস্কারের অর্থে স্কুলে বিশুদ্ধ জলের ব্যবস্থা শিক্ষকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement