Advertisement
Advertisement

পুলিশ আবাসন থেকে উদ্ধার এএসআইয়ের দেহ, আটক স্ত্রী

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে কর্মরত ছিলেন তিনি৷

Barrackpur: Mysterious death of an ASI
Published by: Sayani Sen
  • Posted:October 28, 2018 9:31 am
  • Updated:October 28, 2018 9:31 am  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: বারাকপুরে এএসআইয়ের রহস্যমৃত্যু৷ লাটবাগানের পুলিশ আবাসনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ৷ নিহত সুব্রত বোস, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় ট্রাফিকের এএসআই পদে কর্মরত ছিলেন।  প্রাথমিক তদন্তে ওই পুলিশ আধিকারিককে খুন করা হয়েছে বলে অনুমান। যদিও মৃত্যুর কারণ নিয়ে  নিশ্চিত নন তদন্তকারীরা৷  এএসআইয়ের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

[শিলিগুড়িতে ৫৫ কেজির সোনার বাট-সহ গ্রেপ্তার ২]

জানা গিয়েছে, বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে একদিনও থাকেননি মৃত এএসআইয়ের স্ত্রী৷ বারাকপুরের লাটবাগানের পুলিশ আবাসনে একাই থাকতেন  ক্যানিং এলাকায় ট্রাফিকের এএসআই সুব্রত বোস৷ শনিবারই পুলিশ কোয়ার্টারে আসেন তাঁর স্ত্রী৷ রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ওই মহিলার চিৎকারের শব্দ পান প্রতিবেশীরা৷ তড়িঘড়ি ঘরে ঢুকে অবাক হয়ে যান সবাই৷ দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সুব্রতবাবু৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাকপুরের  বি এন বসু হাসপাতালে৷ কিন্তু, ওই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এদিকে, স্বামীর মৃত্যুর পরই পুলিশ আবাসন ছেড়ে চম্পট দেন এএসআইয়ের স্ত্রী৷ স্বামীকে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে কেন পালিয়ে গেলেন তিনি, তা নিয়ে দানা বাঁধে রহস্য৷ গভীররাতে  এলাকা থেকে ওই মহিলাকে আটক করা হয়৷ এএসআইয়ের মৃত্যু এবং তাঁর স্ত্রীর পালিয়ে যাওয়ার মাঝে মিসিং লিংক খুঁজছেন তদন্তকারীরা৷ রাতভর তাকে জেরা করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হয় প্রত্যক্ষদর্শীদেরও৷

Advertisement

[সুপারফাস্ট ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু কিশোরের]

তদন্তকারীরা জানিয়েছেন,  উদ্ধারের সময় ৫৮ বছর বয়সি ওই এএসআইয়ের নাক-মুখ থেকে রক্ত বেরোচ্ছিল৷ তাঁর মাথাতেও রয়েছে গভীর আঘাতের চিহ্ন৷ ভারী কিছু দিয়ে তাঁকে আঘাত করা হয়েছিল বলেই অনুমান পুলিশের৷  দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ রিপোর্ট হাতে এলেই কাটবে ধোঁয়াশা৷ জানা যাবে আদতে কীভাবে মারা গেলেন ওই এএসআই৷ আদৌ তাঁকে খুন করা হয়েছে নাকি এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা, তা স্পষ্ট হবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement