Advertisement
Advertisement
BJP MP Arjun Singh may shift camp

Arjun Singh: ‘সময় বলবে’, পাটশিল্প নিয়ে বিদ্রোহের মাঝে ‘ঘর ওয়াপসি’র ইঙ্গিত অর্জুনের

পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে দ্বিতীয়বার পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন অর্জুন।

Barrackpore's BJP MP Arjun Singh may shift camp । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 13, 2022 10:01 pm
  • Updated:May 13, 2022 10:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিজের দলেরই কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অর্জুন সিং (Arjun Singh)। পরপর দু’বার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। তবে এখনও ‘বিদ্রোহে’ ইতি টানেননি বারাকপুরের বিজেপি সাংসদ। প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই দলবদল করছেন অর্জুন? শুক্রবারও সেই জল্পনা জিইয়ে রাখলেন তিনি। 

পাটশিল্পের দুরবস্থা নিয়ে দিনকয়েক ধরে ‘বিদ্রোহী’ অর্জুন সিং। বিজেপি সাংসদ হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছেন। পাটশিল্পের সমস্যার কথা বললেও কেন্দ্রীয় মন্ত্রী কর্ণপাত করেননি বলে অভিযোগ তুলেছিলেন তিনি। লাগাতার আন্দোলন প্রশমনে দিল্লিতে পরপর দু’বার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকও করেন। যদিও গত ৯ মে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠকে অর্জুন সিং ডাক পাননি বলেই দাবি। 

Advertisement

[আরও পড়ুন: ‘কেউ কাটমানি নিয়ে কাজ করেন? আমাদের জানান’, মমতার ছবি দিয়ে নেটদুনিয়ায় ঘুরছে ভুয়ো মেসেজ!]

শুক্রবারের বৈঠকে তেমন কোনও উল্লেখযোগ্য রফাসূত্র মেলেনি। তবে অর্জুন সিংয়ের আশা খুব শীঘ্রই পাটের সর্বোচ্চ মূল্য নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহার করবে কেন্দ্র। তাঁর কথায়, “আমি কাজে বিশ্বাসী। আগে ব্যবস্থা নেওয়া হোক। তারপর বোঝা যাবে।” দাবিপূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বিজেপি সাংসদ।

জল্পনার মাঝে শুক্রবার দিল্লি থেকে বৈঠক সেরে ফেরার পথে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুনের। এদিন বিজেপি সাংসদ বলেন, “কে কী বলছে তা শুনে আমার জবাব দেওয়া উচিত নয়। আমি আদৌ তৃণমূল যোগ দিচ্ছি কিনা, তা সময় বলবে।” সাংসদের এই মন্তব্যের পর ‘ঘর ওয়াপসি’র সম্ভাবনা যে ক্রমশ জোরাল হচ্ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

[আরও পড়ুন: যৌতুকে মেলেনি মোটরবাইক, রাগে ছ’বছরের শালার গলায় সিঙারা ঢুকিয়ে খুন জামাইবাবুর!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement