Advertisement
Advertisement

Breaking News

চালকের অশালীন আচরণ, চলন্ত অটো থেকে ঝাঁপ ছাত্রীর

ঘটনার পরই অটোচালক ফেরার।

Barrackpore: Teen student jumps off Auto Rickshaw as driver tries to molest her
Published by: Subhamay Mandal
  • Posted:August 7, 2018 1:44 pm
  • Updated:August 7, 2018 1:44 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: আবারও অটোচালকের অশালীন আচরণ, দাদাগিরি। এবার এক স্কুল ছাত্রী। সোমবার রাতে টিউশন ছেড়ে বাড়ি ফেরার পথে অটোচালকের কুপ্রস্তাবের শিকার হলেন এক স্কুলছাত্রী। সোমবার রাত ন’টা নাগাদ এই ঘটনা ঘটেছে জগদ্দল থানা এলাকার পানপুর এলাকায়। স্কুলছাত্রীর বাড়ির অভিযোগ, রাতে বাড়ি ফেরার পথে পানপুর থেকে কেউটিয়া যাওয়ার জন্য অটোয় ওঠেন। কিন্তু অটোতে ওঠার পরেই ওই স্কুলছাত্রীকে লক্ষ করে অশালীন প্রস্তাব দিতে থাকে ওই চালক। অটোতে অন্য কেউ ছিল না।

[নদীর চর থেকে মিলল নাতনির মৃতদেহ, খুনের অভিযোগ ঠাকুমার বিরুদ্ধে]

Advertisement

কিশোরীর অভিযোগ, তার গন্তব্যস্থল চলে এলেও ওই চালক অটো থামায়নি। একরকম বাধ্য হয়েই চলন্ত অটো থেকে ঝাঁপ দেয় সে। চলন্ত অটো থেকে রাস্তায় পড়ে সে আহতও হয়। তবে এই ঘটনার পরই অটোচালক ফেরার। রাতে বাড়ি ফিরে ওই স্কুলছাত্রী পরিবারের সদস্যদের সব কথা খুলে বলে। রাতেই বারাকপুর থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। রাতেই কেউটিয়া সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু হয়। কিন্তু চালক বা তার অটোর কোনও হদিশ পাওয়া যায়নি। বারাকপুর থানার পক্ষ থেকে জেলার অন্য থানাগুলিকেও অটোর নম্বর দিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। যাতে সহজেই ওই চালককে খুঁজে পাওয়া যায়। বারাকপুর পুলিশ কমিশনারেটের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি যাত্রী তোলা নিয়ে অটো চালকদের একাংশের দুর্ব্যবহারের বেশকিছু অভিযোগ জমা পড়েছে। এই সব অভিযোগের তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

[ম্যাসাঞ্জোরের অধিকার কার? বিতর্ক মেটাতে রাজ্য প্রশাসনের বৈঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement