Advertisement
Advertisement

Breaking News

পরপুরুষে আসক্ত স্ত্রী, গুলি করে খুনের কথা কবুল স্বামীর

সম্পত্তির লোভে খুন, অভিযোগ স্থানীয়দের৷

Barrackpore man held for murdering wife
Published by: Sayani Sen
  • Posted:September 21, 2018 5:23 pm
  • Updated:September 21, 2018 5:23 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: স্ত্রীকে খুনের কথা কবুল করায় স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ৷ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি তাঁর নামে থাকা সম্পত্তির লোভে, এই খুন সে বিষয়ে এখনও ধন্দে তদন্তকারীরা৷ ধৃতকে জেরা করেই খুনের কিনারা করার চেষ্টা করছে পুলিশ৷

[ইসলামপুর কাণ্ডে মৃত আরও এক ছাত্র, বিজেপির বনধে থমথমে উত্তর দিনাজপুর]

দীর্ঘদিন ধরে প্রেমের পর বছর পাঁচেক আগে রাজশ্রী চট্টোপাধ্যায় ও সুখবিন্দর সিংয়ের বিয়ে হয়৷ নিঃসন্তান ছিলেন দু’জনে৷ বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নিয়ে পলতায় স্কুটি কিনতে গিয়েছিল ওই দম্পতি৷ বাড়ি ফেরার পথে বেঙ্গল এনামেল বাসস্ট্যান্ডের কাছে গুলির শব্দে জড়ো হয়ে যান পথচারীরা৷ তাঁরা দেখেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রাজশ্রী৷ তাঁর স্বামী সুখবিন্দর দাবি করে, বাড়ি ফেরার পথে তার স্ত্রীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়৷ স্ত্রীকে খুনের পর রিভলবারটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ রাজশ্রী স্বামী সুখবিন্দরকে আটক করে পুলিশ৷ রাতভর জেরা করা হয় তাকে৷

Advertisement

[বিজেপির হাতছাড়া পঞ্চায়েত, গঙ্গাজল দিয়ে অফিস ধুয়ে ‘পবিত্র’ করল তৃণমূল]

পুলিশি জেরায় সুখবিন্দর প্রথমে জানায়, দুষ্কৃতীরা তার স্ত্রীকে খুন করেছে৷ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও ফেলে গিয়েছে তারা৷ বারাকপুরের বাসিন্দা হয়েও কেন পলতায় স্কুটি কিনতে গেল, সে বিষয়েও প্রশ্ন করেন তদন্তকারীরা৷ কিন্তু সেই প্রশ্নের জবাবে মেলে হাজারও অসঙ্গতি৷ টানা পুলিশি জেরায় ভেঙে পড়ে সুখবিন্দর৷ পুলিশকে সে জানায়, স্কুটি কিনতে নিয়ে যাওয়ার নাম করে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বেরোয় সে৷ কিছুক্ষণ ঘোরাঘুরির পর রাত পৌনে এগারোটা নাগাদ বাড়ি ফেরার পথে এনামেল বাসস্ট্যান্ডের কাছে রাজশ্রী মোবাইলে কথা বলতে শুরু করে৷ তখনই পিছন দিক থেকে স্ত্রীর মাথায় গুলি করে সে৷ খুনের কারণ হিসাবে পুলিশকে সে জানায়, রাজশ্রী দীর্ঘদিন ধরেই এক যুবকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল৷ বারবার বারণ করা সত্ত্বেও সেই সম্পর্ক ছাড়তে পারেননি রাজশ্রী৷ তাই স্ত্রীকে খুন করেছে সে৷ খুনের কথা স্বীকারের পরই পুলিশ সুখবিন্দরকে গ্রেপ্তার করে৷

[ঘূর্ণিঝড় ‘দয়া’র প্রভাব বাংলাতেও, উত্তাল দিঘা]

তবে স্থানীয়দের দাবি, রাজশ্রী মোটেও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন না৷ স্ত্রীর নামে থাকা সম্পত্তি নিজে হাতাতেই রাজর্ষিকে খুন করেছে সুখবিন্দর৷ রাজশ্রীর নামে মিডল রোডে একটি ফ্ল্যাট ছিল৷ ওই ফ্ল্যাটটি নিজের নামে করে নিতে চেয়েছিল সুখবিন্দর৷ কিন্তু তাতেই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন রাজর্ষি৷ সম্পত্তি হাতানোর পথ মসৃণ করতেই স্ত্রীকে সুখবিন্দর খুন করেছে বলেই অভিযোগ৷ আদতে রাজশ্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল নাকি নিছকই সম্পত্তির লোভে স্ত্রীকে খুন করেছে সুখবিন্দর, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement