সৌরভ মাজি, বর্ধমান: শিক্ষাক্ষেত্রে ফের উজ্জ্ব্বল পূর্ব বর্ধমান জেলা। শিক্ষক দিবসে রাজ্য সরকারের তরফে জেলার তিন শিক্ষক-শিক্ষিকাকে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হল। একই সঙ্গে রাজ্যের সেরা বিদ্যালয় সম্মাননা-২০১৮ পেল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। বুধবার কলকাতার নজরুল মঞ্চে এই সম্মান প্রদান করা হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সম্মান প্রদান করেন। রাজ্যের সেরা স্কুলের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন স্কুলের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা। স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবকরাও গর্বিত এই সাফল্যে। প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী জানান, সকলের সম্মীলিত প্রয়াসে এই স্কুল রাজ্যের সেরা স্কুল হয়েছে। অভিনন্দনের বন্যায় ভাসছেন স্কুলের শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী ও শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্য নজরুল মঞ্চে এই পুরস্কার নিতে হাজির ছিলেন। তবে এদিন রাজ্যের আরও ১২টি স্কুলকে এদিন সম্মানিত করেছে শিক্ষা দপ্তর।
[স্কুলে দিনবদলের ডাক, রাজধানীতে সম্মানিত ‘জাতীয় শিক্ষক’ অমিতাভ মিশ্র]
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এদিন শিক্ষারত্ন সম্মান পেলেন বর্ধমান শহরের কাঞ্চননগর ডিএন দাস হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। উচ্চ মাধ্যমিকে বিভাগে এই জেলা থেকে আরও এক শিক্ষক এই সম্মান পেয়েছেন। কাটোয়ার ভারতীভবন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক সুনীলকুমার পাল। আর প্রাথমিক বিভাগে শিক্ষারত্ন সম্মান পেলেন বর্ধমানেরই আলমপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হামিদা বেগম। একইদিনে জেলা থেকে তিন-তিনজন শিক্ষারত্ন পেলেন। আর রাজ্যের সেরা স্কুলের শিরোপা পেল বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল।
[১৫ বছর ধরে ১ টাকা বেতন রেখে সমস্তটাই স্কুলে দান শিক্ষকের]
শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ধারবাহিকভাবে এই স্কুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভাল ফল করছে। শুধু মেধা তালিকাতেই এই স্কুলের পড়ুয়ারা ঠাঁই পেয়েছে তাই নয়, পাসের হার ও প্রথম বিভাগ পাওয়ার হারও অনেক বেশি। গত চার বছরে মিউনিসিপ্যাল হাই স্কুলে ৯২ শতাংশ ছাত্র উচ্চ মাধ্যামিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ২০১৫ সাল থেকে টানা চার বছর রাজ্যের প্রথম দশে জায়গা পেয়েছে এই স্কুলের একাধিক ছাত্র।পাশাপাশি এই স্কুলের ছাত্ররা খেলাধুলা-সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেয়েছে। তারই স্বীকৃতি যেন এদিন সিক্ষা দফতর দিল এই স্কুলকে। এই স্কুলের প্রাক্তনী স্যমন্তক হালদার, মণিশঙ্কর রায়রা আপ্লুত রাজ্যের সেরা স্কুলের সম্মান অর্জন করায়। তাঁদের কথায়, ‘আমরা এই স্কুলের প্রাক্তনী। এটা আমাদের গর্বের। এই সম্মান আমাদের আরও গর্বিত করল।’
[মধ্যরাতে ছাত্রের বাড়িতে কড়া নাড়েন, ‘খেপা মাস্টার’-কে চেনেন?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.