Advertisement
Advertisement
Bardhaman

খাবারের লোভ দেখিয়ে রান্নাঘরে ডেকে নাবালিকাকে ধর্ষণ! অভিযুক্ত প্রতিবেশী

ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ।

Bardhaman: Minor allegedly physically harassed by a man

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:November 3, 2024 11:06 am
  • Updated:November 4, 2024 7:23 pm  

সৌরভ মাজি, বর্ধমান: খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল বর্ধমান। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বর্ধমান (Bardhaman) থানার পুলিশ। রবিবার বর্ধমান আদালতে তোলা হবে।

ধৃতের নাম অনিল দাস। পুলিশ সূত্রে খবর, শুক্রবার অনিল দাসের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় নাবালিকাকে ডাকে সে। খাবারের লোভ দেখিয়ে তাকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। অভিযোগ, রান্নাঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই ব্যক্তি। কাউকে কিছু বললে কিশোরীর ক্ষতি করে দেওয়া হবে বলে ভয়ও দেখায়।

Advertisement

শনিবার নাবালিকা গোপনাঙ্গে ব্যথা অনুভব করলে বিষয়টি পরিবারকে জানায়। লিখিত অভিযোগ দায়ের হয় বর্ধমান থানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে নাবালিকা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। বর্ধমান পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তি গ্র্রেপ্তার হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

সম্প্রতি, ফালাকাটা-ডোমকলেও খাবারের লোভ দেখিয়ে ডেকে নাবালিকাদের যৌন হেনস্তা করা হয়েছে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বর্ধমানে। একের পর এক এই ঘটনায় আতঙ্ক বাড়ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement