ছবি: প্রতীকী
অর্ক দে, বর্ধমান: পুলিশের ভয়ে ক্য়ানালের জলে ঝাঁপ দিলেন বৃদ্ধ চোলাই বিক্রেতা। শুক্রবার মাঝরাত থেকে নিখোঁজ বর্ধমানের (Bardhaman) বৃদ্ধ। তাঁর খোঁজে ক্যানালের জলে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
শুক্রবার রাতে বর্ধমানের বিভিন্ন প্রান্তে চোলাই বিরোধী অভিযান চালায় পুলিশ। রাত দুটো নাগাদ ডিভিসি ক্য়ানাল লাগোয়া ফকিরপুরে হানা দেয় বাহিনী। সূত্রের খবর, সেখানে চোলাই মদ বিক্রি করছিলেন বৃদ্ধ গণেশ মালিক। পুলিশকে দেখেই চোলাইয়ের হাঁড়ি নিয়ে খালের জলে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে খালের জলে তলিয়ে যান। এর পর থেকে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত তাঁর হদিশ মেলেনি।
উল্লেখ্য, বর্ধমানের বেশ কিছু এলাকায় চোলাইয়ের ঘাঁটি রয়েছে। চোলাইয়ের ঘাঁটি ভাঙতে পুলিশ মাঝেমধ্যেই অভিযান চালায়। শুক্রবার রাতেও চোলাইয়ের ঘাঁটি ভাঙতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেখানেই এই বিপত্তি ঘটে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.