Advertisement
Advertisement

Breaking News

রাতভর অনলাইনে ঝগড়া, প্রেমিকাকে ছবি পাঠিয়ে আত্মঘাতী প্রেমিক

সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা, উঠছে প্রশ্ন৷

Barasat youth ends life after argument with girlfriend
Published by: Kumaresh Halder
  • Posted:October 9, 2018 5:30 pm
  • Updated:October 9, 2018 5:30 pm  

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত:  রাতভর অনলাইনে ঝগড়ার পর প্রেমিকাকে গলায় ফাঁস দেওয়া ছবি পাঠিয়ে আত্মঘাতী প্রেমিক। মৃতের নাম তুহিন দুবে(২২)। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার কাঁকপুল এলাকার ঘটনা৷

[বাড়িতে ডেকে গৃহশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা ছাত্রীর বাবার!]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার হিজলপুকুর এলাকায় থাকতেন ওই যুবতী৷ আদতে বিবাহিত হলেও সম্পর্ক বেশি দিন টেকেনি ওই যুবতীর৷ পরে, সোশ্যাল মিডিয়ার হাত ধরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তুহিনের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে ওই যুবতীর৷ বাড়তে থাকে সম্পর্কের গভীরতা৷ পাকাপাকিভাবে উপার্জনের পথ তৈরি হলেই বিয়ে করারও পরিকল্পনা ছিল উভয়ের৷ বিষয়টি জানতেন দুই পরিবারের সদস্যরা৷ বিয়েতে রাজিও ছিলেন তাঁরা৷ সবকিছুই ঠিকঠাকই চলছিল৷ কিন্তু, সম্প্রতি ওই যুবক-যুবতীর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়৷ ধীরে ধীরে কমতে থাকে সম্পর্কের উত্তাপ৷

Advertisement

[বিষমদ খেয়ে মৃত এক, রণক্ষেত্র তেহট্ট]

সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলাকালীন মঙ্গলবার ভোরেই মায়ের শাড়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক৷ গলায় ফাঁস দিয়ে একটি ছবি পাঠিয়ে প্রেমিকাকে বিদায়ও জানান ওই যুবক৷ যদিও, ওই যুবতীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার৷

[সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট তৃণমূলের, ষড়যন্ত্রের অভিযোগে সরব মমতা]

গত পয়লা অাগস্ট, স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তির জেরে ফেসবুক লাইভ করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন যুবক৷ অন্তত ২০০০ জন এই ভিডিও দেখলেও, কেউই পুলিশকে খবর দেননি৷ পরিবারের তরফে প্রথমে মামলা রুজু করা হয়নি বলেও অভিযোগ ওঠে৷ পুলিশ জানিয়েছে, আত্মঘাতী যুবক অমিত চৌহান, পতৌদি থেকে মাত্র ৬ কিলোমিটার দূরের হেইলি মান্ডি এলাকার বাসিন্দা৷ স্ত্রী প্রীতির সঙ্গে ঝগড়া হয় অমিতের৷ ঝগড়াঝাটির পরই দুই সন্তানকে নিয়ে বাপেরবাড়ি চলে যান স্ত্রী৷ তাতেই ভেঙে পড়েন বছর সাতাশের ওই যুবক৷ একটি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি৷ ফেসবুক লাইভ শুরু করেন অমিত৷ ওই লাইভে অমিত তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়ার কথা জানান৷ সে কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলেই লাইভে উল্লেখ করেন অমিত৷ এছাড়া ওই ভিডিওটি শেয়ার করার কথাও সবাইকে বলেন তিনি৷ এরপরই সিলিং ফ্যান থেকে গলায় দড়ি ঝুলে পড়েন অমিত৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement