প্রতীকী ছবি
অর্ণব দাস, বারাসত: বিকেলের পর থেকেই পচা দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। শেষে সন্দেহে থানায় জানালে দরজা ভেঙে ঘরে ঢুকতেই হতবাক হয় পুলিশ। তদন্তকারীরা দেখেন বৃদ্ধ স্বামীর মৃতদেহ আগলে রেখেছেন স্ত্রী। রবিবার সন্ধ্যায় বারাসতের কাজিপাড়ায় রবিনসন স্ট্রিট-কাণ্ডের ছায়ার এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বছর সত্তরের সুনীল চক্রবর্তী। তাঁর স্ত্রী বাসন্তীদেবী মানসিক ভারসাম্যহীন। তাদের আসল বাড়ি কলকাতায়। বর্তমানে দম্পতি কাজিপাড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। তাঁদের একমাত্র সন্তান করোনার পর মারা যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন দম্পতি। দিনকয়েক ধরেই প্রতিবেশীরা বৃদ্ধ-বৃদ্ধা কাউকেই বাড়ির থেকে বের হতে দেখেনি।
তারই মধ্যে রবিবার বিকালের পর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশ এসে বৃদ্ধের পচা-গলা দেহ উদ্ধারের সময় দেখেন বৃদ্ধা স্ত্রী স্বামীর মৃতদেহের সামনে বসে রয়েছেন। পাশে পড়ে রয়েছে কিছু খাবার, বাসন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে সুনীলের। স্ত্রী মানসিক ভারসাম্যহীন হওয়ায় কিছুই করতে পারেননি। তবুও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.