Advertisement
Advertisement
Barasat Kali Puja 2023

Barasat Kali Puja 2023: প্রবল ভিড়, বারাসতে হ্যারি পটারের জাদুনগরী মণ্ডপে দর্শক প্রবেশ বন্ধ

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মণ্ডপে ঢুকতে না পেরে ক্ষুব্ধ দর্শনার্থীরা।

Barasat Kali Puja 2023: Kali Puja pandal based on Harry Potter theme closed due to huge crowd | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 14, 2023 12:09 pm
  • Updated:November 14, 2023 3:50 pm  

অর্ণব দাস, বারাসত: কালীপুজোর (Kali Puja 2023) আনন্দের মাঝে তাল কাটল বারাসতে। এখানকার কালীপুজোর মণ্ডপগুলির মধ্যে বিশেষ আকর্ষণ বারাসতের (Barasat) পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ। এবছর এখানে উঠে এসেছে হগওয়ার্টস স্কুল অর্থাৎ হ্যারি পটারের (Harry Potter) জাদুনগরী। তার টানে কালীপুজোর ২ দিন পরও দর্শনার্থীদের প্রবল ভিড় মণ্ডপ দর্শনে। তার জেরেই সোমবার রাতে মণ্ডপের একাংশ বসে গেল। বড়সড় দুর্ঘটনা এড়াতে মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন। সোমবার রাত থেকেই এই নিষেধাজ্ঞা জারিতে ক্ষুব্ধ দর্শকরা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

Advertisement

বারাসত রেল স্টেশনের কাছেই বিখ্যাত পায়োনিয়ার ক্লাবের পুজো। এবছর হ্যারি পটার থিমে তৈরি হওয়া মণ্ডপটি চওড়ায় প্রায় ১২০ ফুট। মণ্ডপের ভিতরে তিনটি রূপে মা কালীর অধিষ্ঠান। চন্দননগরের আলোয় সজ্জিত যন্ত্রচালিত বিভিন্ন প্রতিকৃতি। মূল প্রতিমার উচ্চতা ১৪ ফুট। তিনটি প্রতিমা মিলিয়ে চওড়ায় ২১ ফুট। স্বাভাবিকভাবেই দর্শনার্থীদের নজর কেড়েছে এই মণ্ডপ। 

[আরও পড়ুন: শচীন-দ্রাবিড় নন, রাচীনের নামের নেপথ্যে অন্য কারণ! ফাঁস করলেন কিউয়ি তারকার বাবা]

এই মণ্ডপের সামনের বেশ কিছুটা অংশ ছিল জলাশয়ে। সোমবার রাতে বিপুল সংখ্যক দর্শনার্থীর চাপে প্যান্ডেলের জলাশয়ের উপর থাকা অংশটি বসে যায়। বড় দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় মণ্ডপে (Pandal) দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দেয় প্রশাসন। যদিও রাত পর্যন্ত যাঁরা লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের ঠাকুর দেখতে সমস্যা হয়নি বলে জানানো হয়েছে।

 

তবে পুজো উদ্যোক্তারা আশ্বাস দিয়েছেন, সমস্ত সমস্যা মিটিয়ে ফের দর্শনার্থীদের জন্য খুলে যাবে মণ্ডপ। আবারও হ্যারি পটারের জাদুনগরী দেখতে পারবেন তাঁরা। বারসতের কালীপুজোর খ্যাতি এতটাই যে জনতার দাবি মেনে প্রায় সাতদিন পর্যন্তও কোনও কোনও মণ্ডপে প্রতিমা রাখা হয়। পায়োনিয়ার ক্লাবের পুজোও তেমনই এক জনপ্রিয় পুজো। ফলে এখানকার ঠাকুর দর্শন না হওয়া এলাকার বাসিন্দাদের কাছে আক্ষেপের। তাঁদের সেই আবেগের কথা মাথায় রেখে উদ্যোক্তারা চাইছেন, যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করে মণ্ডপ ফের খুলে দেওয়া হোক।

[আরও পড়ুন: গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস, পালাচ্ছে যুদ্ধের ময়দান ছেড়ে! দাবি ইজরায়েলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement