ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসত৷ বৃহস্পতিবার রাতে ব্যাপক গন্ডগোল বাধে জেলা পুলিশের সদর দপ্তর লাগোয়া দ্বিজহরি কলোনিতে৷ বিজেপির বিরুদ্ধে এক স্থানীয় ব্যবসায়ীকে ক্লাবে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে৷ পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি৷ তাদের দাবি, পুলিশকে সঙ্গে নিয়ে তাঁদের উপর হামলা চালিয়েছে তৃণমূল৷ গন্ডগোলের ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকায় নামে ব়্যাফ ও বিশাল পুলিশ বাহিনী৷ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ৷ হামলা ও পালটা হামলায় গুরুতর জখম হয় চারজন৷ গ্রেপ্তার ১৪ জন৷ শুক্রবার সকালেও এলাকার পরিস্থিতি বেশ থমথমে৷ রয়েছে পুলিশ পিকেট৷
[ আরও পড়ুন: বাজারে ইলিশ কই? জামাইষষ্ঠীতে ভরসা মণিপুরি পেংবাই ]
অভিযোগ, ঠাকুর নামে তাঁদের এক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দ্বিজহরি কলোনির একটি ক্লাবে আটকে রাখে বিজেপির সদস্যরা৷ মারধর করা হয় ওই ব্যবসায়ীকে৷ তাকে উদ্ধার করতেই ওইদিন রাতেই জেলা পুলিশের সদর দপ্তর লাগোয়া ওই এলাকায় যায় পুলিশ৷ স্থানীয় সূত্রে খবর, পুলিশ এলাকায় পৌঁছাতেই তাঁদের উদ্ধারকাজে বাধা দেয় স্থানীয় বিজেপি কর্মীরা৷ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা৷ এরপরই দু’পক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা বাধে৷ যা অবশেষে চরম সংঘর্ষের রূপ নেয়৷ পুলিশের উপর ইটবৃষ্টি করে স্থানীয় বিজেপি কর্মীরা৷ পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাতেই এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী৷ কিন্তু তাতেও সংঘর্ষের ঘটনা রুখতে না পারায়, অবশেষে ব়্যাফ নামায় পুলিশ৷ ছোঁড়া হয় কাঁদানে গ্যাস৷ এই ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক৷
[ আরও পড়ুন: কলকাতা থেকে হুগলি, গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ আছড়ে পড়ল পাড়ায় ]
জানা গিয়েছে, এই সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন মোট ৪ জন৷ এবং ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ স্থানীয়দের অভিযোগ, ঠাকুর নামে ওই ব্যক্তি তাঁদের অনেকেরই জমি বেআইনি ভাবে দখল করেছে৷ শাসকদলের সদস্য হওয়ার সুযোগ নিয়ে গরিব মানুষের জমি হাতিয়েছে৷ সেই রোষেরই বহিঃপ্রকাশ ঘটেছে বৃহস্পতিবার৷ গেরুয়া শিবিরের সদস্যদের অভিযোগ, বিজেপি করার অপরাধে তাদের উপর পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে তৃণমূল৷ জানা গিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালেও থমথমে রয়েছে এলাকার পরিস্থিতি৷ বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশ পিকেটিং৷ এলাকার পরিস্থিতি নজরে রাখছে প্রশাসন৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় থেকেই বারাসতজুড়ে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বিজেপির সদস্য সংখ্যা৷ লোকসভা নির্বাচনের সময় একাধিকবার তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা গিয়েছে বিজেপিকে৷ এমনকী নির্বাচনের কয়েকদিন আগেও সেখানে শাসকদলের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে গেরুয়া শিবিরের৷ যা নির্বাচন পরবর্তী সময়েও জারি রয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.