আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: বিজেপির সংকল্প যাত্রার মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁচরাপাড়া। গাড়িতে আগুন ধরানোর পাশাপাশি ভাঙচুর ও হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। যদিও সেই অভিযোগকে অস্বীকার করে তৃণমূলের পালটা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। এদিকে তৃণমূলের দাবি মানতে চাননি বারাকপুরের বিজেপির সাংগঠনিক নেত্রী ফাল্গুনী পাত্র। তাঁর দাবি, তৃণমূলের হামলায় ২৬জন দলীয় কর্মী আহত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন। এই হামলার জেরে দুপুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বীজপুর থানার কাঁচরাপাড়া এলাকা।
জানা গিয়েছে, বুধবার কাঁচরাপাড়াতে মুকুল রায়ের নেতৃ্ত্বে বিজেপির সংকল্প যাত্রার আয়োজন করা হয়। সেই সংকল্প যাত্রার মিছিলকে ঘিরেই বাধে গন্ডগোল। এদিন স্থানীয় সার্কাস ময়দান থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। এই উদ্দেশ্যেই বিজেপির কর্মী-সমর্থকরা দুপুর দেড়টা নাগাদ থানা মোড়ের কাছে জড়ো হন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, আচমকাই সেই মিছিলের উপরে সশস্ত্র হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। দুটি গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুনও ধরিয়ে দেওয়া হয়। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি ও চারটি বাইক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। আক্রান্ত বিজেপি কর্মীদের কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয়েছে। হামলার জেরে কাঁচরাপাড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। বলা বাহুল্য, স্বাধীনতা দিবসের দিন সংকল্প যাত্রার মিছিলের জন্য বিজেপিকে অনুমতি দেয়নি পুলিশ। এককথায় পুলিশের নির্দেশ অমান্য করেই এদিন কাঁচরাপাড়ায় কর্মসূচিতে যোগ দিয়েছিল বিজেপি। স্বাধীনতা দিবসের দিন হামলার ঘটনায় বিজেপি শিবিরে শোরগোল পড়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.