Advertisement
Advertisement
Niladri Sekhar Dana

সদস্য সংগ্রহের টার্গেট পূরণে পুরস্কার ঘোষণা! বিতর্কে বাঁকুড়ার বিজেপি বিধায়ক

বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচি 'ফ্লপ' বলেই দাবি বিরোধীদের।

%%title%% %%page%% %%sep%% %%sitename%%Bankura's BJP MLA Niladri Sekhar Dana again makes fresh controversy

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:December 26, 2024 9:24 pm
  • Updated:December 26, 2024 9:24 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: এবার সদস্য সংগ্রহের টার্গেট পূরণে পুরস্কার ঘোষণা করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বিধায়কের এহেন কাণ্ডে স্বাভাবিকভাবেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। দলের অন্দরেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দলের সকল সদস্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে নীলাদ্রিশেখর দানা সরাসরি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে বসেন। লেখেন, বাঁকুড়া বিধানসভার যেসমস্ত বুথ সভাপতিগণ নিজ নিজ বুথে ৩০ তারিখের মধ্যে ১৫০ জন করে সদস্য সংগ্রহ করবেন, তাদের একটি করে মোদী জ্যাকেট দেওয়া হবে। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর কটাক্ষ, “সামাজিক কাজকর্মই নেই বিজেপির। এমনই দুরবস্থা, দলটা ক্ষীণ হতে হতে বিলীন হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে এরা টিকতে পারছে না। তাই লোভ দেখানো হচ্ছে।” বিজেপি বিধায়ক মেসেজে আরও লেখেন, “সকল পদাধিকারী, শক্তিকেন্দ্র প্রমূখ, সাধারণ সদস্যকে কমপক্ষে ১০০টি করে সদস্য সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে।” কম করে ১০০টি না সংগ্রহ করলে আগামিদিনে পদ পাবেন না বলেও সাফ জানিয়ে দেন নীলাদ্রিশেখর দানা।

Advertisement

তবে পুরস্কার ঘোষণার মাধ্যমে লোভ দেখানো হচ্ছে না বলে দাবি বিজেপির। সূত্রের খবর, বিজেপি বিধায়কের এই পুরস্কার ঘোষণায় তাঁর পাশে নেই বাঁকুড়া বিজেপির সংগঠনও। বিধায়ক নীলাদ্রিশেখর বলেন, “কোনও লোভ দেখানো নয়, শুধুমাত্র কর্মীদের উৎসাহ দানের জন্যই এই পুরস্কার ঘোষণা। নিচুতলার কর্মীদের উৎসাহ দিতে কমলা রঙের মোদি জ্যাকেট দেওয়া হবে।” দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের অবশ্য দাবি, “সংবর্ধনা দেওয়া হয়, তবে এই ধরনের আর্থিক পুরস্কার প্রদানের কোনও ব্যবস্থা আমাদের দলে নেই। উনি কীভাবে বলেছেন জানা নেই, বিষয়টি নিয়ে খোঁজখবর নেব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement