ছবিতে আক্রান্ত ছাত্র তারাস হেমব্রম।
টিটুন মল্লিক, বাঁকুড়া: ছাত্রমৃত্যুর প্রতিবাদে ডাকা বাংলা বনধে ফের আক্রান্ত পড়ুয়া। স্কুলের মধ্যেই দ্বাদশ শ্রেণির ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, বনধ সমর্থকদের লাঠির ঘায়ে মাথায় গুরুতর চোট পায় ছাত্র তারাস হেমব্রম। তাকে তড়িঘড়ি রাইপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। রাতে পড়ুয়ার শারীরিক পরিস্থিতির অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বনধের দিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর ব্লকের মণ্ডলকুলি অঞ্চলের আমচূড়া বিবেকানন্দ বিদ্যামন্দিরে।
জানা গিয়েছে, বুধবার অন্যান্য দিনের মতোই স্কুল শুরু হয়েছিল। দুপুরবেলা স্কুলের কিছু পড়ুয়া যখন মিড-ডে মিল খাচ্ছে তখন দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্যা কর্মশালা চলছিল। নির্মল বাংলার কর্মশালা। সেই কর্মশালাতে যোগ দিতেই সেদিন স্কুলে যায় তারাস। অভিযোগ, কর্মশালা চলাকালীন আচমকাই লাঠিসোটা নিয়ে স্কুলে ঢুকে পড়ে বনধ সমর্থকরা। ঢুকেই শিক্ষকদের হুমকি দিতে থাকে। শিক্ষকদের অসম্মানিত হতে দেখে চুপ করে থাকেনি ওই ছাত্র। বনধ সমর্থকদের থামতে বলতেই আক্রান্ত হয় তারাস। বলা বাহুল্য, কর্মশালার জন্য অফিস থেকে সাবান নিতে এসেছিল ওই ছাত্রটি। সেই সময়ই বনধ সমর্থকদের সামনে পড়ে যায় সে। অভিযোগ, বনধ সমর্থকরা তারাসের মাথায় সজোরে লাঠির আঘাত করতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে সরে পড়ে বনধ সমর্থকরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, মাথায় চোট পেয়েছে ওই পড়ুয়া। তার সিটি স্ক্যানের কথা বলা হয়েছে।
এই অপ্রীতিকর ঘটনার পরই বনধ সমর্থকদের বিরুদ্ধে স্থানীয় রাইপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি। জেলা সভাপতি বিবেকাননন্দ পাত্র বলেছেন, ‘তৃণমূলের লোকজনই ওই ছাত্রকে মারধর করেছে। উলটে আমাদের দশজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে।’ এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অরূপ খাঁ জানান, গতকাল স্কুলে মিড-ডে মিল চলছিল। সেইসঙ্গে নির্মল বাংলার কর্মশালাও চলছিল। এই পরিস্থিতিতে বিজেপির জনা কয়েক ছেলে গিয়ে শিক্ষকদের হুমকি দেওয়ায় বচসা তৈরি হয়। তখন হুমকিদাতারা দ্বাদশ শ্রেণির ছাত্রকে নৃশংসভাবে মারে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা যথাযথ শাস্তিও পাবে।
বলা বাহুল্য, গোটা ঘটনাই ঘটেছে বাঁকুড়ার মণ্ডলকুলি এলাকায়। এই পঞ্চায়েতটি সম্প্রতি বিজেপির দখলে এসেছে। এসেই নীল-সাদা পঞ্চায়েত অফিস গৈরিক হয়ে গিয়েছে। ঠিক তারপরেই এই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.